দেবব্রত ঘোষ: পুরীতে দুর্ঘটনা। সমুদ্র স্নান করতে গিয়ে মৃত্যু হল বাবা ও ছেলের! হাসপাতালে ভর্তি পরিবারের আরও ১ সদস্য। সকলেই হাওড়ার শিবপুরের বাসিন্দা। এলাকায় শোকের ছায়া।
জানা গিয়েছে, শিবপুরের ১ নম্বর আচার্য লেনের বাসিন্দা ছিলেন রঞ্জন দাস। ১ মে সপরিবারের পুরী বেড়াতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা, স্ত্রী, থেলে ও ভাগ্নে।
ঘড়িতে তখন দেড়টা। এদিন দুপুরে পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর-১৩ এলাকা সমুদ্র স্নান করতে নামেন রঞ্জন, তাঁর ছেলে ঋষভ ও ভাগ্নে সায়ন। এরপর আচমকাই একটি বড় ঢেউ আসে এবং তলিয়ে যান তিনজনই! দ্রুত সায়নকে উদ্ধার করে নুলিয়ারা। কিন্তু রঞ্জন ও ঋষভকে উদ্ধার করে কিছুটা সময় লাগে। হাসপাতালে নিয়ে গেলে, বাবা ও ছেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সায়নের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: Moynaguri Murder: অশ্লীল ভিডিয়ো দেখার সময়ে দিদার নজরে পড়ে যায় নাতি, তারপরই ঘটে গেল মারাত্মক ঘটনা..
এর আগে, গত বছরের হুগলির ব্যান্ডেল থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন ২ পুণ্যার্থী-সহ ৩ জনের।