Abhishek Banerjee : পা ছুঁয়ে প্রণাম অভিষেকের, বার্ধক্য ভাতা পেয়ে মমতাকে ধন্যবাদ শতোর্ধ্ব বিমলার! দেখুন ভিডিয়ো – abhishek banerjee bowed by touching feet of 127 years old woman in malda visit


Malda News : হাতে লাঠি নিয়ে নিরাপত্তা বেষ্টনীর ধার ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি। ছেলেটাকে একবার চোখের দেখা দেখবেন। যদি কথা বলার সুযোগ পান, তাঁর মাধ্যমে ধন্যবাদ বার্তা পাঠাবেন মুখ্যমন্ত্রীর কাছে। বয়স তো ১২৭ পেরিয়েছে, ওষুধ-পথ্য নিত্যদিনের সঙ্গী। সেটা কেনার জন্য অর্থের যোগান করে দিয়েছে মাসের শেষে প্রাপ্য হাজার টাকা বার্ধক্য ভাতা। শেষ বয়সের সম্বলটুকুর জন্য প্রাপ্তি স্বীকার করলেন ‘দিদির দূত’ অভিষেকের মাথায় আশীর্বাদের হাত ছুঁইয়ে।

Abhishek Banerjee : অভিষেকের সভার মাঝেই পকেটমারির শিকার খোদ TMC বিধায়ক! শোরগোল
পরিজনদের কাছে শুনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন তাঁদের পাড়া দিয়ে। কথাটা শুনেই রাস্তায় এসে দাঁড়ান বিমলা সরকার। সুযোগও পান সেই মাহেন্দ্রক্ষণের। বৃদ্ধাকে দেখে এগিয়ে আসেন অভিষেকও। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মাথা হাত ছুঁইয়ে আশীর্বাদ করে ‘দিদি’কে ধন্যবাদ জানানোর কথা বলেন বিমলা।

Abhishek Banerjee : অভিষেকের কাছে আবেদনের পরেই মিলল ফল! সমস্যা শুনতে এলাকায় হাজির চেয়ারম্যান
বিমলা দেবী জানান, তাঁর ছেলেরাও এখন অবসরপ্রাপ্ত। অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন তাঁরা। তার ফলে তাঁর প্রতি মাসে ওষুধ কেনার জন্য অর্থ অপরিহার্য। তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বাস্তবায়িত বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যা তাঁর মতো মানুষদের খুব সাহায্য করেছে।

Abhishek Banerjee : গৃহস্থের সঙ্গে মাছ ভাগ করে খেলেন অভিষেক
অবিভক্ত ভারতে বেড়ে ওঠার পর বিমলা সরকার ১৯৫৮ সালে তাঁর বাবা-মা এবং ভাইদের সঙ্গে ভারতে আসেন। ওডিশায় একটি শিবিরে রোগের প্রাদুর্ভাবের পর তাঁরা অন্ধ্রপ্রদেশের একটি শরণার্থী শিবিরে স্থানান্তরিত হন। অবশেষে, গোটা পরিবার মালদা জেলার নালাগোলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করে। যেখানে তাঁর পরিবারের কিছু সদস্য আগে থেকেই বসতি স্থাপন করেছিলেন।

Abhishek Banerjee : ‘ব্যালট এখন দিও না…’, কুমারগ্রামে জনসভা শুরুতেই বিরক্ত অভিষেক
বিমলা সরকারের নাতি মনোজিৎ সরকার গ্রামে একটি বেসরকারি ব্যাঙ্কের জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্র চালান। তিনি জানান, তাঁর ঠাকুমা নিয়ে আসতে বলেছিলেন। কারণ বিমলা সরকারের বাড়ি গলির মধ্যে। তিনি বলেছেন, “ঠাকুমা নিজের চোখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন। তিনি অত্যন্ত খুশি হয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন।”

Abhishek Banerjee : তেভাগা আন্দোলনের শহিদ পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, ৫০০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা
১৯০৮ সালে ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়, তখন তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। তিনি বাংলার রাজনৈতিক ইতিহাসকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে দেখেছেন। কিন্তু তিনি দৃঢ় বিশ্বাস করেন যে বর্তমান সরকারের অধীনে তাঁর এবং তাঁর সন্তানদের জীবন নিরাপদ ও সুরক্ষিত হয়েছে।

Abhishek Banerjee : মমতা-জনতার মধ্যে দেওয়াল ভাঙার বার্তা
বিমলা দেবী বাংলার মহিলাদের জীবন নিরাপদ করার জন্য এবং রাজ্যের উন্নয়ন ও মহিলাদের ক্ষমতায়ন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে বিমলা দেবী প্রার্থনা করে বলেন যে তিনি শীঘ্রই যেন মুখ্যমন্ত্রী হতে পারেন। তাহলে মৃত্যুর আগে তিনি আরও একবার তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *