Bankura News : পথশ্রী প্রকল্পেও ঠিক হয়নি গ্রামের রাস্তা, অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা – villagers block road due to protest against bad road condition in bankura


West Bengal News : জেলায় পথশ্রী প্রকল্পে গ্রামের বিভিন্ন রাস্তার কাজ হলেও বঞ্চিত বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ভক্তাবাঁধ গ্রাম পঞ্চায়েতের উখড়াডিহি গ্রামের মূল রাস্তা। রাস্তা সংস্কারের দাবিতে বারবার আন্দোলন করেও কোনও সুরাহা না হওয়ায় গ্রামের রাস্তা অবরোধ করে এবার বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও রাস্তা সারাইয়ের কাজে হাত লাগায়নি প্রশাসন। তাই তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হলেন বলে জানিয়েছেন।

Drinking Water Crisis : টিউবওয়েল থেকে বেরোচ্ছে কাদা! তীব্র জলের সংকট ওন্দা ব্লকে
ভোট এলেই রাজনৈতিক নেতাদের দেদার প্রতিশ্রুতিও মেলে। কিন্তু ভোট ফুরোলে প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়নি কেউই, এমনই অভিযোগ। তাই প্ল্যাকার্ড হাতে দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হলেন।

উখড়াডিহি গ্রামের এক বাসিন্দা প্রবাল বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেন, “২০০২-০৩ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরি হয়। কয়েক বছরের মধ্যে সেই রাস্তার একাংশ যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে উখড়াডিহি ফরেষ্ট অফিস থেকে আখড়ার মোড়-বারালি গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা গত ১৯ বছরেও সংস্কার হয়নি। রাজ্য জুড়ে ঢাক-ঢোল পিটিয়ে ‘পথশ্রী’ প্রকল্পের কাজ শুরু হলেও এলাকার প্রায় ৩০ টি গ্রামের মানুষের দাবি মানা হয়নি। এই বিষয়ে বারবার স্থানীয় ব্লক কার্যালয় থেকে জেলা পরিষদ, জেলা শাসকের দফতর সর্বত্র দরবার করেও কাজ হয়নি।”

Cooch Behar News : আসছে বর্ষাকাল, তার আগেই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প শেষ করতে চায় জেলা পরিষদ
এবার ওই দাবি পূরণ না হলে আগামি পঞ্চায়েত নির্বাচন তাঁরা ‘বয়কট’ করবেন বলেই জানিয়েছেন প্রবালবাবু। স্থানীয় বাসিন্দাদের দাবি ভোট এলেই প্রতিশ্রুতি মেলে, আর ভোট পেরোলেই সব ঢাকা পড়ে যায়। গ্রামে ঢোকেনা কোনও অ্যাম্বুলেন্স থেকে কোনও গাড়ি। তিন কিলোমিটার রাস্তা তাদের কষ্ট করে পেরিয়ে আসতে হয়।

সামনে বর্ষা আসন্ন, আর তাতে কি অবস্থা হবে তা তো বলাই বাহুল্য। গ্রামবাসীরা জানান, আগামি পঞ্চায়েত নির্বাচন তারা বয়কট করবেন। এমনকি গ্রামবাসীরা মিলে জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারিও দেন।

Sukanta Majumdar : নিজের দত্তক নেওয়া গ্রামের ক্ষোভের মুখে সুকান্ত! একাধিক সমস্যা নিয়ে চলল বিক্ষোভ
এক বাসের ড্রাইভার বরুন কুমার লায়েক জানান, “দীর্ঘদিন যাবৎ এই রাস্তার খুব খারাপ অবস্থা। প্রাণ হাতে করে যাত্রী নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই সমস্যা তো আজকের নয়, দীর্ঘদিন এই অবস্থা দেখে আসছি। জীবনের ঝুঁকি তো আছেই, কিন্তু কিছু করার নেই।” এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত অফিস বা সদস্যের কোনও বক্তব্য পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *