Cyclone Alert : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, রাজ্যে ফের দুর্যোগ! কী জানাচ্ছে হাওয়া অফিস? – deep depression likely to occur in west bengal prediction of thunderstorm with rainfall


এপ্রিলের অসহনীয় গরমে ওষ্ঠাগত ছিল রাজ্যবাসী। মে মাসে আরও প্রবল তাপপ্রবাহের আশঙ্কা করেছিল তারা (West Bengal Weather Update)। কিন্তু, মাসের শুরুতেই আবহাওয়ার ভোলবদল। এক ধাক্কায় তাপমাত্রা কমে আরামদায়ক পরিস্থিতি রাজ্যজুড়ে।

West Bengal Rain : ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি, কবে ফের আবহাওয়ার ভোলবদল?
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জেরে কিছুটা অস্বস্তি থাকলেও ঝোড়ো হাওয়া আর বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর যার জেরে রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা ইনস্টিটিউট জানাচ্ছে, বঙ্গোপসারে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় মোচা। ওডিশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে। তবে এখনই স্পষ্টভাবে কিছু জানায়নি মৌসম ভবন।

West Bengal Weather : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরির সম্ভাবনা! ফের রাজ্যে ঘূর্ণিঝড়?

বঙ্গে ফের দুর্যোগ?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলায় কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

জানা গিয়েছে, ৬ মে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৭ তারিখ থেকে সেটি শক্তিশালী হবে। সেই ঘূর্ণাবর্ত থেকে ৮ তারিখ নিম্নচাপ তৈরি হবে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে শহর এবং রাজ্যজুড়ে এর কী প্রভাব পড়তে পারে, তার পূর্বাভাস এখনও মেলেনি। জলভাগে এর অবস্থান যত বেশি স্থায়ী হবে, তত বেশি শক্তি বাড়াবে নিম্নচাপ। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। দক্ষিণবঙ্গের নয়টি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তালিকায় রয়েছে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং কলকাতা। বুধবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এর মধ্যে আছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান।

Weather Update Today : দিনভর বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, উইকএন্ডে ভাসবে কলকাতা

কবে থেকে হাওয়া বদল?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “৩ এবং ৪ মে দুই বঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। চলবে ঝোড়ো হাওয়া। ৫ তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা। তবে এই মুহূর্তেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

West Bengal Weather : স্বস্তির বৃষ্টি শেষে ভ্যাপসা গরম, বঙ্গে ফের তাপপ্রবাহ?

কলকাতার আবহাওয়া (Kolkata Weather)

বুধবারও শহরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। বেলা গড়ানোর পর থেকে আকাশের মুখ ভার হতে পারে বলেই পূর্বাভাস। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৮৭ শতাংশ।

সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া আর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাস্তায় বেরলে ছাতা-রেনকোট সঙ্গে নিতে ভুলবেন না। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *