Dakshin Dinajpur : এবার গঙ্গারামপুর, ব্যালটে ভোটদান নিয়ে ফের উত্তেজনা ‘নব জোয়ার কর্মসূচি’তে – clash in panchayat candidate selection after abhishek meeting in gangarampur


West Bengal News : গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান প্রাঙ্গনে ব্যালটে ভোটদান নিয়ে ফের উত্তেজনা দেখা দিল। এই পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় খোদ জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার এবং জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারকে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও ঠিক কি কারণে উত্তেজনা তা নিয়ে কেউ কিছু বলতে চায়নি।

তবে অসমর্থিত সূত্রের খবর, অনেকের কাছে ব্যালট থাকলেও তাদের নাম ডাকা হয়নি বলেই অভিযোগ। যার ফলে যাদের নাম ডাকা হয়নি তাঁরা প্রতিবাদ করেন। এবং কেন ভোট দিতে পারবেন না প্রশ্ন করেন।

Abhishek Banerjee : ‘ব্যালট এখন দিও না…’, কুমারগ্রামে জনসভা শুরুতেই বিরক্ত অভিষেক
যদিও পরে জেলা তৃণমূলের নেতৃত্বে স্বাভাবিক হয় পরিস্থিতি৷ পরে স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ শুরু হয়৷ গতকাল মঙ্গলবার রাতে গঙ্গারামপুর স্টেডিয়ামে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবাস অনুষ্ঠান ছিল

সেই অনুষ্ঠানে জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় প্রার্থী নির্বাচনের ব্যালটে ভোট দান প্রক্রিয়া শুরু হয়৷ যেখানে প্রতিটি পঞ্চায়েত থেকে ভোট দানে ৩০ থেকে ৩৫ জন অংশগ্রহণ করেন। তাঁরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে ভোট দিতে আসেন। আর সেই ভোট চলাকালীন শুরু হয় ব্যাপক উত্তেজনা।

Abhishek Banerjee : মমতা-জনতার মধ্যে দেওয়াল ভাঙার বার্তা
গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর গ্রাম পঞ্চায়েতের তাঁবুতে ভোট দান নিয়ে ঝামেলা শুরু হয়। এমনকি বেশ কয়েকজন দলীয়কর্মী উচ্চস্বরে কথা বলতে থাকেন। অবস্থা বেগতিক দেখে ময়দানে নামেন তৃণমূলের জেলা সভাপতি ও যুব তৃণমূলের জেলা সভাপতি। পরে জেলা তৃণমূলের নেতৃত্বের উপস্থিতি স্বাভাবিক হয় পরিস্থিতি।

যদিও এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। ভোটগ্রহনের শেষে এক উচ্চস্তরীয় তৃণমূল নেতা বলেন, “গোটা রাজ্য তথা দেশের মধ্যে এই প্রথম এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ভোটদান কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। তাই কিছু ছোটখাটো উত্তেজনার সৃষ্টি হচ্ছে। যদিও এই ঘটনাগুলিকে আমরা ইতিবাচক দিক হিসেবেই দেখছি।”

Abhishek Banerjee : অভিষেক বেরিয়ে যেতেই ভোটদান পর্ব ঘিরে বিশৃঙ্খলা রায়গঞ্জে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
উল্লেখ্য, সোমবার রায়গঞ্জের একটি মাঠে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই তিনি ঘোষণা করেন যে সভামঞ্চের পিছনে ব্যালট পেপার রয়েছে।
সেখানে কাকে পঞ্চায়েতের প্রার্থী হিসাবে চান সেই নাম লিখে ভোট দেওয়ার কথা জানান তিনি। এদিকে সভা শেষ হতেই ভোট দিতে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতা কর্মীরা। আর তা নিয়ে রীতিমত হুড়োহুড়ি এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় বলে অভিযোগ ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *