Fraud Case: প্রেমে প্রত্যাখ্যাত হয়েই বেপরোয়া তরুণী, বিয়ের জাল সার্টিফিকেট নিয়ে সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ – woman lodged fake case against colleague using fake marriage certificate


বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ায় ভয়াবহ পরিকল্পনা তরুণীর। সহকর্মীকে ফাঁসাতে জাল বিয়ের সার্টিফিকেট বার করে সোজা পৌঁছলেন পুলিশের কাছে। এক আইটিতে কর্মরত যুবতীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ । জাল বিয়ের সার্টিফিকেট দেখিয়ে সহকর্মীকে বধূ নির্যাতনের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। একইসঙ্গে মামলা তুলে নেওয়ার বিনিময়ে জন্য মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ।এই সমস্ত অভিযোগে বাচেন্দ্রী রায় নামে পেশায় আইটি কর্মী তরুণীকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ। অভিযুক্ত যুবতীকে সেক্টর ফাইভ আর ডি বি সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযুক্ত বাগুইআটি সংলগ্ন হাতিয়ারা এলাকার বাসিন্দা। তাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে দমদম থানার পুলিশ ।

Calcutta High Court : প্রাপ্তবয়স্কদের সম্মতিতে সহবাস ধর্ষণ নয়: কোর্ট

জানা গিয়েছে, একই আইটি সংস্থায় কাজ করতেন বাচেন্দ্রী রায় ও নীলাদ্রি দত্ত । দুই তরুণ-তরুণীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। মাস ছয়েক আগে নীলাদ্রিকে বিয়ের প্রস্তাব দেন ওই তরুণী। নীলাদ্রি তা নাকচ করে দেওয়া সাংঘাতিক ক্ষেপে ওঠেন ওই তরুণী। এরপরই প্রতিহিংসায় চরম পদক্ষেপ নেন তরুণী।

Malda News : শারীরিক সম্পর্কের পর বিয়ের জন্য চাপ দেওয়াতেই খুন! কালিয়াচকে গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, অভিযুক্ত এই তরুণী মধ্যমগ্রাম থানায় ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট এবং বিয়ের ভুয়ো ছবি দেখিয়ে যুবকের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেন। মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানায় তরুণী। একইসঙ্গে ওই যুবকের কাছে সেটেলমেন্টের জন্য মোটা টাকা দাবি করে বলে অভিযোগ। পুলিশ নীলাদ্রি দত্তকে গ্রেফতার করে এবং জেলে পাঠিয়ে দেয়।

Uttar Pradesh Incident : প্রেমিকার বিয়ে আটকাতে মিথ্যা অপহরণের ভিডিয়ো ভাইরাল, ধৃত প্রেমিক

এরপর নীলাদ্রি মুক্তি পেয়ে দমদম থানার দ্বারস্থ হন এবং সেখানে তিনি তাঁর বিরুদ্ধে ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট ব্যাবহার করে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে দমদম থানা। পুলিশ সমস্ত এই বিষয় তদন্ত করে জানতে পারে মেয়েটি যে ছবিটি ব্যবহার করেছে এবং ম্যারেজ সার্টিফিকেটটি ব্যবহার করেছে সেটি সম্পূর্ণ জাল । এরপর সেক্টর ফাইভ তার অফিসের সামনে থেকে বাচেন্দ্রী রায়কে প্রতারণার মামলায় গ্রেফতার করে।

Bangladesh News : কৃত্তিম যৌনাঙ্গ ব্যবহার করে কাকিমাকে ‘আদর’! তরুণীর কাণ্ডে হতবাক পরিবার

প্রসঙ্গত, তদন্তে সামনে এসেছে এর আগেও ওই তরুণী তিন থেকে চার জন যুবককে এরকমই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এবং মামলা করে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *