Hooghly News : ঝাড়ফুঁকের ভরসায় প্রাণ গিয়েছে শিশুর, হুগলির গ্রামে সচেতনতার প্রচারে প্রশাসন – after being bitten by a snake family members went to ojha the boy died a special awareness camp was arranged for this in polba


West Bengal News : শত প্রচারেও সচেতনতা ফেরেনি। সর্প দংশনের পর শিশুকে নিয়ে পরিবারের সদস্যরা ছুটেছিলেন ওঝার বাড়ি। ভরসা সেই ঝাড়ফুঁকে। হুগলি জেলার পোলবায় একটি শিশুটিকে নিয়ে টানাপোড়েনের জেরে প্রাণ যায় তার। বিজ্ঞান ও সঠিক চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের ‘সুবুদ্ধি’ ফেরাতে গ্রামে হাজির হল ব্লক প্রশাসন। বুধবার গ্রামের মানুষের সঙ্গে কথা বলে বোঝানো হয়, সর্প দংশিত ব্যক্তিকে তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা।

PatharPratima: ঝাড়ফুঁকেও বাঁচল না প্রাণ! শিশুর মৃতদেহ নিয়েই ঘেরাও পাথরপ্রতিমার ওঝা
পোলবার সুদর্শন গ্রামের বাসিন্দা একটি শিশু গতকাল বাড়ির কাছে মাঠে খেলা করছিল। হঠাৎই একটি গর্তে হাত ঢুকিয়ে ফেলে সে। সেই গর্তে থাকা বিষধর সাপ ছোবল মারে তার হাতে। তাকে স্থানীয় এক ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয় ঝাড়ফুঁকের জন্য। কিন্তু সেসময় ওঝা বাড়িতে না থাকায় গ্রামের অন্যদের সঙ্গে কথা বলে পোলবা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঝাড়ফুঁকের নামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওঝা
হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে দেখে জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে ওই শিশুর। পরিবারের লোকজন এরপর শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেও চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুর। পরে ময়নাতদন্তের পর শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

South 24 Parganas News: জলপোড়া-তাবিজ দিয়েই রোগ সারবে! রোগীর মৃত্যুর পর ৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ‘ওঝা’
সাপের ছোবলে শিশুর মৃত্যুতে প্রশ্ন ওঠে প্রশাসনের নজরদারি এবং গ্রামবাসীদের কুসংস্কার নিয়ে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বুধবার গ্রামে পৌঁছয় পোলবা ব্লক হাসপাতালের ও পোলবা ব্লক প্রশাসনের একটি দল। সেই দলে ছিলেন সর্প বিশারদ চন্দন ক্লেমেন্ট সিং। গ্রামে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্তারা।

সাপের বিষ নামাতে ওঝার কেরামতি! শ্রীঘরে অভিযুক্ত
গ্রামবাসীদের জানানো হয়, সাপে কাটা রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনও ওঝার বাড়ি নিয়ে গেলে তার চিকিৎসা অনেকটা দেরি হয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপের প্রকৃতি, কোন সাপ কতটা বিষধর, কোন সাপ কামড়ালে দ্রুত বিষ রক্তে মিশে শরীরে ছড়িয়ে পড়ে তা গ্রামবাসীদের বোঝানো হয়।

Hooghly News : চিকিৎসার নামে চলত প্রতারণা, ওঝার কাছে খোয়া গেল লাখ লাখ টাকা
পোলবা ব্লক স্যানিটারি ইন্সপেক্টর কুনাল মজুমদার জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছিল। সাপে কামড়ানোর অনেকটা পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুকে। যখন নিয়ে যাওয়া হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামের মানুষদের বোঝানো হয়েছে যে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

স্বাস্থ্য আধিকারিকরা জানান, হাসপাতালে ভ্যাকসিন মজুত রাখা থাকে। তাঁরা যদি আগে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতেন, তাহলে এই ঘটনা এড়ানো যেত। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এলাকায় সচেতনতার প্রচার করা হয়। একজন সাপে কাটা রোগীও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, তার কারণেই এই কর্মসূচি বলে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *