বুধবার কালিয়াগঞ্জের নৃশংস ঘটনার CBI তদন্তের দাবিতে কোচবিহার জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এদিন এই কারণে কোচবিহার রাস মেলা ময়দান থেকে জমায়েত করে একটি মিছিল বের হয়।
মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ ধরে কোচবিহার জেলা শাসক দফতরের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই বিক্ষোভ দেখান মিছিলে অংশগ্রহনকারী মানুষ। এরপর তাঁরা স্মারকলিপি প্রদান করেন।
যৌথ মঞ্চের পক্ষ থেকে কামতাপুর পিপলস পার্টির সভাপতি কংসরাজ বর্মন বলেন, “যেভাবে কালিয়াগঞ্জের ঘটনায় একজন রাজবংশী নাগালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। এরপর অত্যন্ত নৃশংসভাবে পুলিশ মৃতদেহকে টেনে নিয়ে গিয়েছে। এই ঘটনার পাশাপাশি পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের ঘটনারও CBI তদন্তের দাবি জানাচ্ছি আমরা। এই রাজ্যে বর্তমানে তপশিলি জাতির মানুষ সুরক্ষিত নেই। তাই ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাতে ক্ষমতা দেওয়ার দাবিও আমরা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আজ যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচি পালনের দায়িত্বে রয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এই ফোরামের মধ্যে রয়েছে কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি।”
এরপরেই তিনি জানান, “পুলিশ যেভাবে ওই নাবালিকার দেহ টেনে নিয়ে গিয়েছে, তারপর আমাদের আর বিন্দুমাত্র ভরসা নেই রাজ্য পুলিশের ওপর। তাই আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি। সেই দাবিতেই আজ আমরা জেলা শাসকের দফতরে ডেপুটেশন প্রদান করেছি।”
উল্লেখ্য, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ও সঠিক তদন্তের দাবিতে কালিয়াগঞ্জে ইতিমধ্যেই আন্দোলন সংগঠিত করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। গত ২৫ এপ্রিল কালিয়াগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এবং এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার অফিসে একটি স্বারকলিপি তুলে দেওয়া হয়।