Kolkata Traffic Update : মেয়ো রোডে ধরনা-মির্জা গালিব স্ট্রিটে বিক্ষোভ, যানজট এড়াতে কী পরামর্শ লালবাজারের? – kolkata traffic update today which roads to be avoided as tmc women wing to sit in demonstration


মে মাসের শুরু থেকেই শহরের আবহাওয়া স্বস্তিদায়ক। প্যাচপ্যাচে গরমে গলদঘর্ম হয়ে অফিসযাত্রীদের নাকাল হতে হচ্ছে না। যদিও ট্রাফিক জ্যামে ফেঁসে যাওয়ার সমস্যা নিত্যদিনের সঙ্গী। বুধবারও শহরের কর্মব্যস্ত দিনে রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচি। যার জেরে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কোন কোন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল (Lalbazar Traffic Control)?

Sealdah Local Train: গড়িয়ায় রেললাইনে ফাটল, শিয়ালদা দক্ষিণে বাতিল চার জোড়া লোকাল

কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?

কলকাতা পুলিশ জানাচ্ছে, এদিন সকাল ১০টা থেকে ধর্মতলা চত্বরে রয়েছে রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃবৃন্দ বুধবার থেকে ধরনা অবস্থানে বসছে মেয়ো রোডে (TMC Women Wing Sit In Demonstration)। ফলে ওই চত্বরে যান চলাচলের গতি কিছুটা স্লথ হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে শাসকদলের এই ধরনা।

Kolkata Traffic Update : ছুটির মেজাজে শহরবাসী, সপ্তাহের প্রথম দিন ট্রাফিকের হাল হকিকত কেমন?
একইসঙ্গে দুপুর ১টা নাগাদ মির্জা গালিব স্ট্রিটে একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে। যার জেরে ওই এলাকার যান চলাচল ব্যাহত হতে পারে। ফলে উল্লেখ্য সময়ে এই দুই রাস্তা এড়িয়ে চলাই শ্রেয়।

Kolkata Traffic Update Today : দিনভর একাধিক রাজনৈতিক কর্মসূচি, যানজট এড়িয়ে অফিস পৌঁছতে এড়াবেন কোন কোন পথ?
এদিকে, মঙ্গলবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং (Park Circus Seven Point Crossing)। যার জেরে বর্তমান ভবন থেকে গড়িয়াগামী ব়্যাম্প পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে, KMDA-র কাজের জন্য এই রুট বন্ধ করা হয়। ফলে বেশ কিছুক্ষণের জন্য সমস্যায় পড়েন যাত্রীরা। বুধবার সকালেও অফিসযাত্রীদের ভোগান্তি হয়। যদিও পরবর্তীতে ওই ক্রসিং পয়েন্ট ফের যান চলাচলের জন্য খুলে দেয় ট্রাফিক পুলিশ। লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, দিনভর শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

Vidyasagar Setu : সপ্তাহান্তে বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রাস্তা কী ব্যবহার করবেন জানেন?
এদিকে, মঙ্গলবার শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা দেয়। যার জেরে সকাল সাড়ে আটটা থেকে ক্যানিং থেকে শিয়ালদা মাতৃভূমি লোকাল সহ চার জোড়া ট্রেন বাতিল করতে হয়। ঝোড়ো হাওয়ায় রেললাইনের উপর গাছ পড়ে এই বিপত্তি ঘটে বলে খবর। এদিকে, রেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাটল মেরামতি করে। ক্যানিং থেকে সাতটা পঞ্চাশের ট্রেন আটটা কুড়িতে ছেড়েছে। আটটা কুড়ি ট্রেনও অনেকটা দেরিতে ছাড়ে। চরম দুর্ভোগের শিকার হন ওই রুটের নিত্যযাত্রীরা।

অন্যদিকে, ময়নায় BJP-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূইয়ার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ১২ ঘন্টা ময়না বনধ পালন করছে গেরুয়া শিবির। ময়নার বিভিন্ন প্রান্তে বাঁশ, চেয়ার পেতে আবার কোথাও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *