Krishna Kalyani : বাড়ির পাশাপাশি কৃষ্ণ কল্যাণীর তেলের মিলে আয়কর হানা, বের করে দেওয়া হল শ্রমিকদের – income tax officer started raid at mla krishna kalyani oil mill of gangarampur


Uttar Dinajpur : রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গঙ্গারামপুরের তেলের মিলেও আয়কর দফতর অভিযান শুরু হল। এদিন সকাল থেকে আয়কর দফতরের আধিকারিকরা ভেতরে অভিযান চালাচ্ছেন। তিনটি গাড়িতে করে প্রায় ১০ থেকে ১৫ জন আধিকারিক এসে একসঙ্গে অভিযান চালাচ্ছেন। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সঙ্গে রয়েছেন।

এদিকে আর পাঁচটা দিনের মত আজ স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না তেলের মিলে। যেসব শ্রমিকরা কাজ করতে ভিতরে ঢুকেছিলেন তারা মাত্র দু থেকে তিনটে গাড়ি আনলোডিং করেছেন। তারপর আর কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছে।

Krishna Kalyani: আরও এক বিধায়কের বাড়িতে হানা ইডির, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি
তারপর থেকেই শ্রমিকরা বসেছিলেন ভিতরে৷ এদিকে ৮ থেকে ১০ জন শ্রমিকের মোবাইল নিয়ে নিয়েছেন আধিকারিকরা, এমনটাই জানিয়েছেন শ্রমিকরা। কারণ তারা যাতে কোনোরকম ছবি বা ভিডিয়ো তুলতে না পারেন। পাশাপাশি অনেক শ্রমিকের বিভিন্ন জিনিস মিলের ভিতরে আটকে রয়েছে বলেও জানা গিয়েছে৷

তাদের আপাতত বাইরে বের করে দেওয়া হয়েছে। মূলত অফিস রুমের ভিতরেই অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। এদিকে বহু শ্রমিক রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আপাতত তাদের চলে যেতে বলা হয়েছে বলেই খবর মিলেছে। তবে ভিতর থেকে কোনও নথি পাওয়া গিয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। এই নিয়ে কোনও আধিকারিকের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Cattle Smuggling Case : CID-র সিল করা রাইস মিল থেকে চাল চুরি! দুবাই থেকে ‘অপারেশন’ এনামুলের ভাগ্নের!
তেলের মিলের এক শ্রমিক আমজাদ আলি বলেছেন, “সকাল সাড়ে ৮ টার সময় তিনখানা গাড়ি আনলোডিং করা হয়েছে। তারপর থেকে কোনও কাজ হয়নি আজ। অফিস থেকেই আমাদের শ্রমিকদের কাজ করতে বারন করা হয়। আয়কর দফতরের আধিকারিকরা আমাদের কোনও নির্দেশ দেননি। শুধু মোবাইলগুলি নিয়ে নেওয়া হয়েছিল যে সময় আমরা ভিতরে ছিলাম। তাঁরা অফিস রুমেই তল্লাশি চালাচ্ছেন। প্রচুর শ্রমিক বাইরে বসে আছেন, কারণ অন্যান্য দিনগুলির মতো কাজ হয়নি আজ। আমরা অপেক্ষা করে আছি অফিস থেকে আমাদের পরবর্তী কি নির্দেশ দেওয়া হয়। সেই মতো আমরা আজকের দিনটি দেখব, তারপর আবার কাল নির্দিষ্ট সময়ে মিলে আসব।”

Income Tax Raid : মুখ্যমন্ত্রীর সফরের আগেই মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নাড়ইয়ে রয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর রাইস ওয়েল মিল। নাম কল্যাণী সলভেক্স। ২০০৫ সালে এই মিল তৈরি করা হয়েছে বলে খবর৷ এখানে মূলত চাল থেকে তেল তৈরি করা হয়। পাশাপাশি অন্যান্য জিনিসও তৈরি করা হয়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *