Krishna Kalyani House : বাড়িতেই থিয়েটার-সুইমিং পুল! ED হানার মধ্যেই চর্চায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ‘বাংলো’ – krishna kalyani mla house has theater and swimming pool


বাড়িতে হানা দিয়েছে ED। কিন্তু, এরই মাঝে বাড়ির ব্যালকনিতে এসে সমর্থকদের জন্য হাত নেড়ে গিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিধায়কের প্রাসাদপম বাড়ি। অনেকে বাড়িটির সঙ্গে শাহরুখের ‘মন্নত’-এর তুলনা করছেন।

কৃষ্ণ কল্যাণী একুশের বিধানসভা নির্বাচনে BJP-র হয়ে ভোটে লড়েন এবং জয়ী হন। পরবর্তীতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। তবে রাজনীতির পাশাপাশি কৃষ্ণ কল্যাণী রাজ্যের অন্যতম বড় ব্যবসায়ী।

krishna kalyani

কৃষ্ণ কল্যাণীর বাড়ি

Krishna Kalyani: আরও এক বিধায়কের বাড়িতে হানা ইডির, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি
কৃষ্ণ কল্যাণীর পুরনো বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর এলাকাতে হলেও আনুমানিক পাঁচ বছর আগে অশোকপল্লি এলাকার এনএস রোডের ধারে একটি নতুন বাড়ি নির্মাণ করেন। বাড়িটি অনেকটা বাংলোর মতো। বর্তমানে পরিবারের সঙ্গে তিনি এই বাড়িতেই থাকেন।

বাড়িটির নির্মাণ কারুকার্য, আলোকসজ্জা পথচলতি মানুষকে আকর্ষণ করে। শুধু বাইরের ডিজাইনেই মানুষ মুগ্ধ হন। তবে কড়া সুরক্ষা বেষ্ঠনীর জন্য বিধায়কের বিলাসবহুল বাড়ির অন্দরমহল দেখার ‘সৌভাগ্য’ অনেকের হয়নি। শুধুমাত্র বিধায়কের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তার বিশেষ অনুগামীরাই ভেতরে যেতে পারেন।

Krishna Kalyani TMC MLA: এক টানা ১০ ঘণ্টার বেশি তল্লাশি, সুপারস্টারদের কায়দায় ব্যালকনি থেকে হাতও নাড়লেন বিধায়ক
কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এই বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি সুইমিং পুল। সঙ্গে রয়েছে নিজস্ব জিম। পাশাপাশি বিধায়কের দামি গাড়ি রাখার জন্য রয়েছে পার্কিংয়ের ব্যবস্থার। বাড়িটির দোতলা এবং তিনতলায় রয়েছে কাঁচঘেরা ব্যালকনি।

krishna kalyani House

কৃষ্ণ কল্যাণীর বাড়ি

সেখানে রয়েছে বসার চেয়ার-টেবিল, দোলনা। মডিউলার রান্নাঘর, মন্দির থেকে শুরু করে ডাইনিং স্পেস সমস্ত কিছুতেই প্রাচুর্যের ছাপ স্পষ্ট। এই বাড়িতেই রয়েছে একটি সিনেমা হল। যেখানে ১০০ জন দর্শক বসে সিনেমা দেখতে পারেন। পাশাপাশি বাড়িতেই রয়েছে একটি লিফ্টও। পাশাপাশি বাড়ির ভেতরে রয়েছে একাধিক দেশি বিদেশি গাছও।

Income Tax Raid : মুখ্যমন্ত্রীর সফরের আগেই মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা
বাড়ির প্রবেশ পথটির দুই দিকে রয়েছে বিভিন্ন গাছ এবং দুই দিকেই রয়েছে আলোকসজ্জা, যা এই বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বাড়িতে স্বপরিবারে থাকেন কৃষ্ণ কল্যাণী। তাঁর স্ত্রী, দাদা, বউদি, মা সেখানে থাকেন। জানা গিয়েছে, পরিবারের তরুণ প্রজন্ম পড়াশোনার জন্য বাইরে থাকেন।

জানা গিয়েছে, একাধিক সম্পত্তির মালিক কৃষ্ণ কল্যাণী। তাঁর একাধিক ব্যবসা রয়েছে। প্রসঙ্গত, এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালায় ED। জানা গিয়েছে, শুধু ED নয়, আয়কর দফতরের আধিকারিকরাও রয়েছেন সেখানে।

Krishna Kalyani : বাড়ির পাশাপাশি কৃষ্ণ কল্যাণীর তেলের মিলে আয়কর হানা, বের করে দেওয়া হল শ্রমিকদের
এদিকে, এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে রাজ্য শাসক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *