Mamata Banerjee & Abhishek Banerjee : প্রশাসনিক সভা শেষে ‘নব জোয়ার’-এ যোগ, অভিষেকের কর্মসূচির জৌলুস বাড়াবেন ‘অতিথি’ মমতা – mamata and abhishek banerjee will participate in malda rally together


গোটা রাজ্যে ‘তৃণমূলে নব জোয়ার’ যাত্রার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় জনসংযোগ সেরে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার জনসংযোগ যাত্রা নিয়ে মালদাতে পৌঁছবেন অভিষেক। তাৎপর্যপূর্ণভাবে আজই সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মালদার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। বৃহস্পতিবার মালদাতে তৃণমূলের দুই শীর্ষ নেতানেত্রীকে একই কর্মসূচিতে দেখা যাবে। তবে কোথায় এই কর্মসূচি হবে, তা এখনও জানা যায়নি।

Abhishek Banerjee : ‘ব্যালট এখন দিও না…’, কুমারগ্রামে জনসভা শুরুতেই বিরক্ত অভিষেক
তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বেলার মালদা অডিটোরিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই অভিষেকের কর্মসূচিতে যোগ দিতে যাবেন মমতা। তাঁর একত্রে রোড শো না জনসভা করবেন, জেলা তৃণমূল নেতৃত্বের কাছে এখনও বিষয়টি স্পষ্ট নয়। জেলা তৃণমূল সূত্রে খবর, মমতার প্রশাসনিক সভা শেষের উপর পরবর্তী কর্মসূচি নির্ভর করছে।

বৃহস্পতিবার বিকেলে মালদায় অভিষেকের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো, সূত্র মারফত এমনটাই খবর। শেষবার মেঘালয়ে প্রচারের যাওয়ার আগে আলিপুরদুয়ারে মমতা-অভিষেককে একসঙ্গে জনসংযোগ করতে দেখা গিয়েছিল। তারপর মালদাতে মমতা-অভিষেকের যুগলবন্দি নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে।

Abhishek Banerjee : তেভাগা আন্দোলনের শহিদ পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, ৫০০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ ৬০ দিনের জনসংযোগ যাত্রার কথা ঘোষণা করেন অভিষেক। মূলত অভিষেককে সামনে রেখেই এই কর্মসূচি নিয়েছিল তৃণমূল। এমনকী কর্মসূচি সূচনার দিন টুইটে দলের সেকেন্ড ইন কম্যান্ডকে শুভেচ্ছা জানান মমতা। তবে এই কর্মসূচিতে মমতার যোগদানের কোনও কথা ছিল না। হঠাৎ করেই তিনি অভিষেকের যাত্রায় যোগ দেবেন বলে মনস্থির করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালদাতে মমতা-অভিষেকের এই যৌথ সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২১ সালের নির্বাচনে মালদাতে সিংহভাগ আসনে জয়ী হয়েছে তৃণমূল। মালদার মানুষকে সেই কারণে কৃতজ্ঞতা জানিছেন মমতা। সামনে পঞ্চায়েত নির্বাচন হলেও মমতার মূল লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন।

Cooch Behar News : তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ব্যালট বাক্স তদারকিতে পুলিশ! কটাক্ষ বিরোধীদের
২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদাতে শোচনীয় পরাজয় হয়েছিল তৃণমূল। দুটি লোকসভা আসনের একটিতে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ও অন্যটিকে বিজেপির খগেন মুর্মু জয়ী হয়েছিল। আগামী নির্বাচনে মালদার দুটি আসনে জয় নিশ্চিত করতে চাইছেন তৃণমূলনেত্রী। সেই কারণে মালদা জেলায় বাড়তি জোর দেওয়া হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *