Mandarmani Beach : দিঘা-মন্দারমণিতে বেশি দামে মদ কিনতে বাধ্য হচ্ছেন? কোথায়-কী ভাবে অভিযোগ জানাবেন জানুন – forced to buy alcohol at a higher price in digha mandarmani know where to lodge complaint


সপ্তাহান্ত হোক বা দু-তিনদিনের টানা ছুটি, প্রথম গন্তব্য হিসেবে দিঘা বা মন্দারমণিকেই (Mandamani Resort) বেছে নিতেই অভ্যস্ত বাঙালর। সমুদ্রের ঢেউ, শান্ত পরিবেশে পছন্দের মানুষের সঙ্গে বিয়ারের বোতলে চুমক যেন আলাদা এক ভালোলাগা তৈরি করে। কিন্তু দিঘা হোক বা মন্দারমণি, অনেক সময় বাড়তি দামের কারণে সেখানে গিয়ে সমস্যার মধ্যে পড়েন পর্যটকরা।

মন্দারমণির সি-বিচে বসে মদ্যপান করতে হলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হবে, একথা প্রায় সকলেরই জানা। কিন্তু অনেক সময়ই দিঘা (Digha Sea Beach) ও মন্দারমণির (Mandarmoni Sea Beach) বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রেই পর্যটকদের অভিযোগ, মদের বোতল পিছু বাড়তি টাকা চাওয়া হয় বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত দোকানে।

Beer Price : প্রাণ জুড়িয়ে চিয়ার্স…, বিক্রির রেকর্ডে বিয়ার!
সম্প্রতি মন্দারমণিতে ঘুরতে গিয়ে একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কলকাতার কয়েকজন যুবক। তাঁদের অভিযোগ, মন্দারমণি এলাকার একটি মদের দোকানে বিয়ারের বোতল পিছু পাঁচ থেকে ১০ টাকা করে দাম বেশি নেওয়া হয়েছে। একই অভিজ্ঞতার মুখে পড়তে হয় অনেক পর্যটকদেরও। এমনকী অনেক ক্ষেত্রে বিল দিতেও অস্বীকার করে দোকানদাররা।

রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, লাইসেন্সপ্রাপ্ত দোকানে মদের দাম বেশি নেওয়া সম্পূর্ণ বেআইনি। দিঘা ও মন্দারমণিতে গিয়ে পর্যটকরা যদি এমন সমস্যার মধ্যে পড়েন তবে তাঁরা কী করবেন? কোথাও অভিযোগ জানানোর বন্দোবস্ত রয়েছে কী?

Digha Beach : নেমেছে পারদ, পর্যটকের ভিড় দিঘায়
আবগারি দফতর সূত্রে খবর, কোনও লাইসেন্সপ্রাপ্ত দোকানে যদি মদের দাম বেশি নেওয়া হয় তবে জেলার আবগারি সুপারকে লিখিতভাবে বা ইমেল মারফত অভিযোগ জানাতে পারেন পর্যটকরা। দিঘা বা মন্দারমণিতে লাইসেন্সপ্রাপ্ত দোকানে যদি মদের দাম বেশি নেওয়া বা চাওয়া হয় তবে se.purbamedinipur@gmail.com ইমেল আইডিতে ইমেল করে অভিযোগ জানানো যেতে পারে।

Digha Hotel : ৯৯ শতাংশ হোটেল বুক, মওকা বুঝে বেশি ভাড়ার দাবি নয় তো? কড়া নজরদারি দিঘায়
এই প্রসঙ্গে রাজ্য আফগারি দফতরের এক কর্তা এই সময় ডিজিটালকে বলেন, ‘লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থেকে দাম বেশি নেওয়া হলে জেলার আবগারি সুপারকে লিখিত অভিযোগ জানাতে পারেন পর্যটকরা। সেখানে দোকানের নাম উল্লেখ করতে হবে। এখন মোবাইলের যুগ। রেকর্ড সহ যদি কেউ লিখিত অভিযোগ জানায় তবে সংশ্লিষ্ট মদের দোকানের লাইসেন্স বাতিল বা তিন লাখ টাকা জরিমানা হতে পারে। সাধারণত দাম বেশি নিয়ে দোকান থেকে বিল দেওয়া হয় না। দিলেও তাতে অতিরিক্ত দাম লেখা থাকবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *