স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ব্রিজের নিচে শুয়ে ছিলেন ওই মহিলা। নির্মীয়মান ব্রিজের কাজের জন্য ওই স্থানে একটি হাইড্রোলিক গাড়ি ছিল। কাজের মাঝেই ওই গাড়িটি ব্যাক করাকালীন দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চাকার তলায় পরে মারা যান ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা এই এলাকাতেই ঘোরাঘুরি করতেন। আজ দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল, তখন আশ্রয় নিতে নির্মীয়মান ব্রিজের নিচে আশ্রয় নেন। সেখানেই শুয়ে থাকেন ওই মহিলা। ওই স্থানেই ব্রিজে রং করছিল একটি হাইড্রোলিক গাড়ি। সেই গাড়ি ব্যাক করতে গিয়ে ওই মহিলার উপর উঠে যায়।
গাড়ির চালক পিছনের দিকে ওই মহিলা শুয়ে রয়েছেন বলে লক্ষ্য করেননি বলে জানানো হয়। গাড়িটি চালিয়ে তাঁর গায়ের উপর দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহটি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই হাইড্রোলিক গাড়ির চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “মহিলাটি তো দেখি এখানেই থাকে। বৃষ্টির কারণে ব্রিজের নিচে এসে শুয়ে ছিল। ব্রিজটির রং করার জন্য একটি হাইড্রোলিক গাড়ি ছিল এখানে। হঠাৎ করে গাড়িটির পেছনের চাকা ওই মহিলার গায়ে তুলে দেয়।” ঘটনাটির পরেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই থানায় খবর দেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই নিউটাউনে একটি স্কুল বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃত সাইকেল আরোহীর নাম জাকির শেখ (৫৮)। ঘটনার পরে পুলিশের তৎপরতায় ঘাতক বাসের চালককে আটক করা হয়। দুর্ঘটনার জেরে নিউটাউন অ্যাক্সিস মল সংলগ্ন রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।