ইদানিং কালিনা এয়ারপোর্টই বেশি ব্যবহার করেন শাহরুখ খান (shah rukh khan)। যতবারই ছত্রপতি (chhatrapati Shivaji International Airport) দিয়ে যাওয়া আসা করেছেন ফ্যানদের অত্যাচার সহ্য করতে হয়েছে। এদিনও এয়ারপোর্টের বাইরে পা রাখতেই জোর করে সেলফি তুলতে গেলেন এক ব্যক্তি। সবাইকে চমকে দিয়ে মেজাজ হারালেন কিং খান। ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন ওই ব্যক্তিকে। আর তার পর থেকেই শুরু হল বিতর্ক। ঠিক কী ঘটেছিল এয়ারপোর্টের বাইরে? দেখে নিন ভিডিয়োতে।