Sovan Baisakhi Ratna : ‘দরজার বাইরেই হুমকি দেয়, অশ্রাব্য গালাগালি করে’, রত্নার বিরুদ্ধে সরব শোভন – sovan chatterjee files police complaint against ratna chatterjee


বিবাহ বিচ্ছেদ মামলার মধ্যেই ফের একবার ‘সংঘাত’ শোভন-বৈশাখীর সঙ্গে রত্না চট্টোপাধ্যায়? স্ত্রী রত্নার বিরুদ্ধে আদালত চত্বরে হুমকি দেওয়া এবং কুকথা বলার অভিযোগ তুলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, অশান্তির আশঙ্কায় আলিপুর থানায় অভিযোগও দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। যদিও শোভন চট্টোপাধ্যায়ের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়। ঠিক কী বলেছেন শোভন?

Debashree Roy : আইনি চিঠি ‘প্রাক্তন বন্ধু’ শোভনের, জবাবে মুখ খুললেন দেবশ্রী রায়
শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা চলছে। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি। যদিও রত্না চট্টোপাধ্যায় অতীতে স্পষ্ট দাবি করেছেন, তিনি শোভন চট্টোপাধ্যায়ের থেকে বিচ্ছেদ চান না। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোভন চট্টোপাধ্যায় বলেন, “আদালত চত্বরে কুকথা বলেছেন রত্না। দরজার সামনে হুমকিও দিয়েছেন।

শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন, ডিভোর্স মামলা চলাকালীন আদালত চত্বরেই তাঁকে কার্যত হুমকি দিয়েছেন স্ত্রী তথা বিধায়ক রত্না। শুধু তাই নয়, তাঁকে কুকথাও বলেছেন। রত্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শোভন চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, তিনি আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান সংবাদ মাধ্যমে। যদিও এই যাবতীয় দাবি অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়। তাঁকে এই সময় ডিজিটালের তরফে ফোনে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

Sovan Baisakhi : যতদিন বাঁচব, চাইব বৈশাখী সিঁদুর পরুক: শোভন
উল্লেখ্য, এই প্রথমবার নয়, অতীতেও রত্না এবং শোভন দ্বন্দ্ব চরমে উঠেছিল। শোভন চট্টোপাধ্যায় রত্নার বিরুদ্ধে ব্যাভীচারের অভিযোগ তুলেছিলেন। অন্য সম্পর্কে জড়িত তিনি, দাবি ছিল শোভনের। যদিও এই যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছিলেন রত্না। শোভন অসত্য বলছে, দাবি করেছিলেন রত্না।

অন্যদিকে, ২০২১ সালে বিজয়া দশমীর একটি অনুষ্ঠানে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই ছবিও ভাইরাল হয়েছিল। বিষয়টি অস্বীকার করেননি শোভন বা বৈশাখী কেউ। শোভনের দাবি ছিল, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে এই কাজ করেছিলেন। অন্যদিকে, বৈশাখীও জানিয়েছিলেন, শোভন তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন।

বাড়ি ছাড়ার আগে চ্যালেঞ্জ করেছিলেন শোভন, জয় পেয়েই জবাব রত্নার
এরপর পালটা ফুসে উঠেছিলেন রত্নাও। স্ত্রী থাকতে কীভাবে শোভন চট্টোপাধ্যায় অন্যের সিঁথিতে সিঁদুর পরান তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি। একইসঙ্গে তাঁর বাবা দুলাল দাসও রীতিমতো সরব হয়েছিলেন।

রত্না জানিয়েছিলেন, শোভনের থেকে তিনি বিবাহ বিচ্ছেদ চান না। একইসঙ্গে বৈশাখীর বিরুদ্ধেও তিনি এনেছিলেন একাধিক অভিযোগ। পালটা অবশ্য সরব হয়েছিলেন বৈশাখীও। রত্নার যাবতীয় অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *