Street Dog Lover : পথের কুকুরকে খেতে দেওয়ার অপরাধে গ্রামছাড়া ৩ পরিবার – bolpur 3 families without village for crime of feeding street dog


এই সময়, বোলপুর: পোষ্য নয়, পথকুকুরকে মাঝেমধ্যে ভাত, মাংস, মাছের কাঁটা দিতেন ওঁরা। সেই কুকুর কয়েকজনকে কামড়ে দেওয়ায় ডাইনি অপবাদ দিয়ে তিনটি পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে বোলপুর থানার মণিকুণ্ডুডাঙা গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। ৩ বছর আগের এই ঘটনা নিয়ে থানা ও প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও ঘরছাড়া পরিবারকে গ্রামে ফেরাতে ব্যর্থ হয় পুলিশ।

সম্প্রতি তফসিলি জাতি ও উপজাতিদের অধিকার সংক্রান্ত একটি সংগঠনের হস্তক্ষেপে গ্রামছাড়া পরিবারগুলি বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ তাঁদের দ্রুত গ্রামে ফেরানোর আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার৷ গ্রামছাড়া একটি পরিবারের কর্তা বলেন, “গত ৩ বছরে থানা থেকে এসপি-ডিএম, সবাইকে জানিয়েছি। কোনও ফল হয়নি৷ চার ছেলেমেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি৷ ওরা স্কুল যাওয়া ভুলেই গিয়েছে৷ পুলিশ কিছুই করছে না।”

তফসিলি জাতি-উপজাতি যুগ্ম মঞ্চের পক্ষে বৈদ্যনাথ সাহা বলেন, “প্রশাসনকে বহুবার জানিয়েও কাজ হয়নি৷ তাই এসপির সঙ্গে দেখা করে সব জানালাম। ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের দাবি, যতদিন না পুলিশ-প্রশাসন তাঁদের গ্রামে ফেরাতে পারছেন, ততদিন থাকার ব্যবস্থা করুক সরকার।”

Birbhum News : ডাইনি অপবাদে ৩ বছর ধরে ঘরছাড়া পরিবার, ফেরানোর উদ্যোগ বোলপুর জেলা প্রশাসনের
এসপি বলেন, “প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ বলেন, “পুলিশের কাছে বিষয়টি এসেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করব।”

কোন অপরাধে গ্রামছাড়া ৩টি পরিবার? বছর তিনেক আগেকার কথা। মণিকুণ্ডুডাঙা গ্রামে পাগলা কুকুরের কামড়ে জখম হন অনেকে। তাদের মধ্যে মৃত্যু হয় এক যুবকের৷ এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় গ্রামের ৩টি পরিবারকে। কেন? কারণ পথের ওই কুকুরটিকে তাঁরা মাঝে মধ্যে খেতে দিতেন।

Bardhaman News : টোটোয় মুখ চেপে ধরল যুবক, লাফ দিয়ে বাঁচল পঞ্চমের ছাত্রী
ফলে সেই কুকুর পাগল হয়ে একাধিক জনকে কামড়ানোয় আক্রোশ গিয়ে পড়ে তিনটি আদিবাসী পরিবারের উপরে। গ্রামেই বসে সালিশি সভা৷ সেই সভার নিদান অনুযায়ী ৩টি পরিবারের ১২ জন সদস্যকে গ্রামছাড়া করে দেওয়া হয়৷ দখল করে নেওয়া হয় তাঁদের বাড়ি।

ঘরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে গবাদিপশুও। একাধিক বার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত ভাবে অভিযোগ করেও কোন ফল হয়নি৷ প্রথম দিকে আত্মীয়রা জায়গা দিলেও পরে তাঁরা বিমুখ হয়। ফলে নিজেদের সন্তানদের নিয়ে বোলপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা৷

কখনও বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ে, কখনও ফুটপাথে, কখনও বা অন্য কারও বাড়ির বারান্দায়। মাথা গোঁজার ঠাঁই যেখানে নেই সেখানে সন্তানদের পড়াশোনা করানোর কোনও প্রশ্নই নেই। তাই স্বাভাবিকভাবেই ৩ বছর ধরে স্কুলের মুখ দেখেনি এই ৩ পরিবারের ৪ সন্তান।

Kaliyaganj Case : কালিয়াগঞ্জকাণ্ডে কড়া NCSC, উত্তর দিনাজপুরের DM-SP সহ আইজি উত্তরবঙ্গকে দিল্লিতে তলব
বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, “এই ঘটনা খুবই অনভিপ্রেত। ওদের ঘরে ফেরাতে আমরা আলোচনা করেছি৷ আলোচনায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহও ছিলেন৷ আপাতত সরকারি ভাবে থাকার ব্যবস্থা করা হবে। তারপর গ্রামবাসীদের বুঝিয়ে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *