Suvendu Adhikari : হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিভিক ভলান্টিয়াররা মারধর করেছে : শুভেন্দু – suvendu adhikari says police used civic volunteers by violating high court rule


পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার অস্বাভাবিক মৃত্যু নিয়ে বুধবার ১২ ঘণ্টার ময়না বনধের ডাক দেয় বিজেপি। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পথ অবরোধের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পথ অবরোধকে কেন্দ্র করে পাঁশকুড়া পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। সেই নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন ও তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari : ‘খুনি মমতার শেষ দেখে ছাড়ব…’, বিজেপি নেতা খুনে বনধ-অবরোধের ডাক শুভেন্দুর
পটাশপুরে বিজেপির পথ অবরোধ তুলতে পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদেরও লাঠি হাতে দেখা যায়। সেই নিয়ে প্রশাসনকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। পটাশপুরে বিজেপি নেতাকে বীভৎসভাবে মারা হয়েছে। সুচিকিৎসা না করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই জেলার পুলিশ সুপার আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছেন। আদালতের নির্দেশ ছিল যে এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে সিভিক ভলান্টিয়াদের ব্যবহার করা যাবে না। কিন্তু পটাশপুররে ওসির নেতৃত্বে সিভিক ভলান্টিয়াররা বিজেপি নেতাকে পিটিয়েছে। ব্যবস্থা না নেওয়া হলে আমরা আইনত এর বিরুদ্ধে লড়াই করব।’

Moyna BJP Bandh: অগ্নিগর্ভ ময়না! পুলিশ বনধ সমর্থকদের ধস্তাধস্তি, আটক বেশ কয়েক জন
আগামিকাল ময়না ব্রিজ থেকে তিনমাথার পর্যন্ত মিছিলেন ডাক দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর হুঁশিয়ারি, ‘রাজ্য পুলিশের ডিজি ওসি ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে আইনি লড়াইয়ে পাশাপাশি আমরা পটাশপুর থানা অভিযান করব।’

শুভেন্দু বলেন, ‘পুলিশ ও তৃণমূল নেতাদের মতে বিজেপি নেতাকে খুন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। আদালত পুলিশের রিপোর্ট চেয়ে। আমরা আগেই বলেছি এই মামলার সিবিআই তদন্ত করা হোক। যেহেতু বোমা বিস্ফোরণ হয়েছে সেই কারণে আমি আশা করব আদালতের হস্তক্ষেপে এনআইএ গোটা বিষয়টি তদন্ত করে দেখবে।’

Moyna BJP Leader Death : ময়নার BJP নেতার রহস্যমৃত্যু, দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি মান্থার
বিরোধী দলনেতা আরও বলেন, ‘এই রাজ্যে পিসি-ভাইপোর কথা ছাড়া পুলিশ কোনও কাজ করে না। ময়নার বাকচাতে বিজেপি যেহেতু সাড়ে ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছে, সেই কারণে তমলুক লোকসভায় জয়লাভ করতে এই কাজ করা হয়েছে। অনেক বিজেপি নেতাকে পুলিশ ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে গিয়েছে। এইসব না করলে এখানে কোনওভাবেই তৃণমূল জিততে পারবে না। জোর করে বিজয়বাবুর দেহের ময়নাতদন্ত করা হয়েছে। বাংলায় মরে গিয়েও কোনও শান্তি নেই। পুলিশ পিসি ভাইপোকে খুশি করার চেষ্টা করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *