TMC Leader : টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ TMC কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে! বিতর্ক – allegations of corruption in the name of tmc councilor husband on trinamool facebook page in birbhum


Birbhum News : তৃণমূলেরই ফেসবুক পেজ থেকে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। ‘TMCP দুবরাজপুর’ নামক একটি পেজ থেকে দুবরাজপুর পুরসভার কাউন্সিলর প্রিয়াঙ্কা দাসের স্বামী গুরুপদ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সম্বলিত একটি পোস্ট করা হয়েছে। যাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোরগোল। বিষয়টি নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর স্বামী।

Recruitment Scam : TMC ব্লক সভাপতির চাকরির নামে টাকা তোলার ভিডিয়ো ভাইরাল, বিতর্ক বালুরঘাটে
মঙ্গলবার দুবরাজপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা দাসের স্বামী গুরুপদ দাসের বিরুদ্ধেই এই ফেসবুক পোস্ট করা হয়। যেখানে অভিযোগ করা হয়েছে, এলাকায় শিক্ষাকেন্দ্রের শিক্ষিকার পদ বিক্রি করেছেন দুই লাখ টাকায়। এমনকি পুরসভার একটি পোস্ট বিক্রি করেছেন তিন লাখ টাকায়।

Prabir Koyal Tapas Saha : নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে তলব CBI-এর
এখানেই শেষ নয়। পোস্টে অভিযোগ করা হয়েছে, আবাস যোজনার উপভোক্তা ও ঠিকাদারদের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলে ধরে তৃণমূলের জেলা নেতৃত্বদের উদ্দেশে বলা হয়, “বিষয়গুলি একটু দেখুন, না হলে এটা দলেরই ক্ষতি হবে।” দলের প্রচারের ফেসবুক পেজ (পেজটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) থেকে এই ধরনের অভিযোগে অস্বস্তিতে শাসকদল।

Tapas Saha CBI : ‘রাজনৈতিক চক্রান্ত হয়েছে…’, CBI চলে যেতেই কেঁদে ভাসালেন তৃণমূল বিধায়ক তাপস
বিষয়টির মধ্যে কোনও চক্রান্ত রয়েছে বলে দাবি তৃণমূলের। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে বলেন, “এটা বিজেপির চক্রান্ত। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ওই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী কোনও পদে নেই। কোনও দায়িত্বে নেই।” শিশু শিক্ষার ক্ষেত্রে নিয়োগের বিষয়টি পুরসভা বোর্ড গঠনের অনেক আগেই হয়ে গিয়েছে বলে জানান তিনি।

Khardah Municipality : খড়দহ পুরসভায় দুর্নীতি নিয়ে পোস্টার
তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “এখন অনেকেই একটা ফেসবুক পেজ খুলে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নানারকম পোস্ট হচ্ছে। এটা কোনও বড় কথা নয়।” অভিযুক্ত গুরুপদ দাস তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ” আমাকে ছোট করার জন্য এসব করছে। এই অভিযোগ সম্পূর্ণ ফেক। আমি নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। তাঁরা যা ভালো বুঝবে সেটা করবে।”

তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ” প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে তৃণমূলের আপাদমস্তক নেতৃত্বরা জড়িয়ে আছে। সেই বিষয়ে সীলমোহর দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। মানুষ দেখতে পাচ্ছে তৃণমূলের কার্যকলাপ।” যদিও সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে বিজেপির মাথাব্যথা নেই, তৃণমূল উৎখাত করাটাই বিজেপির লক্ষ্য বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *