Trinamool Congress : ফের নদিয়ায় তৃণমূলে ভাঙন! মন্ত্রী গড়েই শতাধিক কর্মীর কংগ্রেসে যোগদান – nadia trinamool workers join congress


Nadia News : এক মাস কাটতে না কাটতেই নদিয়া জেলায় ফের তৃণমূলে ভাঙন। শতাধিক কর্মীর যোগদান কংগ্রেসে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার এলাকায় দলবদলের ঘটনায় অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তবে স্বার্থের রাজনীতির কারণে এঁরা দল ছেড়ে কংগ্রেসে গিয়েছে বলে দাবি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের

Trinamool Congress : অভিষেকের গড়ে তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কয়েকশো কর্মীর
পঞ্চায়েত নির্বাচনের আগেই এবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে ভাঙন। বুধবার বিকেলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ২ নম্বর ব্লকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল স্থানীয় তৃণমূল নেতা সহ শতাধিক কর্মী, সমর্থক। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা কেন্দ্রের নওপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতে তৃণমূল ছাড়লেন কর্মী, সমর্থকেরা।

TMC Joins Congress : মালদায় শাসকদলে ভাঙন অব্যাহত, ফের তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান কয়েক হাজার কর্মীর
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করায় কিছুটা হলেও শক্তি বৃদ্ধি হল কংগ্রেসের। দলত্যাগী তৃণমূল কর্মীরা জানান, তৃণমূল কংগ্রেসে একনায়কতন্ত্র এবং দুর্নীতির প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস এ যোগদান করলেন তাঁরা। আগামী দিনে তাঁরা ওই এলাকায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি করতেই সচেষ্ট থাকবেন বলে জানানো হয়।

Trinamool Congress : ‘…মুছে যাবে’, পটাশপুরে দলত্যাগের পরেই বিস্ফোরক প্রাক্তন তৃণমূল নেতা
যদিও এই যোগদানে আমল দিতে রাজি নন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, তৃণমূল একটি সুশৃঙ্খল দল। যাঁরা দলে থেকে দলের নিয়ম-নীতি মানবে না, তাঁরা তো যাবেই। যাঁরা স্বার্থের জন্য রাজনীতি করে, তাঁরা এ দল ও দল করবে এটাই স্বাভাবিক। যারা দলে থেকে দলের নিয়ম নীতি মানবে না এরকম দু-একজন তৃণমূল ছাড়লে, এতে দলের কোনও ক্ষতি হবে না বলে জানান তিনি।

Uttar 24 Pargana CPIM : এক যুগ পর শাসনে ঘুরল চাকা! ফের পার্টি অফিস খুলল CPIM
যদিও, একমাস আগেই নদিয়ায় ঘাসফুল শিবিরে ভাঙন লক্ষ্য করা যায়। নতুন জেলা কমিটি ঘোষণার দিনই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করে প্রায় ২০০ টি পরিবার। স্থানীয় ব্লক নেতৃত্বের উপর ক্ষুব্ধ হয়েই কংগ্রেসে যোগদান বলে জানান দলত্যাগীরা। চাপড়ার হাতিশালা অঞ্চলে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দেয় প্রায় ২০০ টি পরিবার। বুধবার চাপড়া ব্লক প্রদেশ কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন শেখের হাত ধরে কংগ্রেসে যোগ দেয় এই পরিবারগুলো।

Recruitment Scam : TMC ব্লক সভাপতির চাকরির নামে টাকা তোলার ভিডিয়ো ভাইরাল, বিতর্ক বালুরঘাটে
প্রসঙ্গত, এর সপ্তাহখানেক আগে কংগ্রেস দাবি করে মুর্শিদাবাদের বহরমপুর ও খড়গ্রাম ব্লক মিলিয়ে হাজার হাজার তৃণমূল কর্মী তাদের দলে যোগ দিয়েছেন। এর মাঝে নদিয়া জেলার চোপড়া এলাকাতেও একের পর এক ভাঙনে অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *