Uttar 24 Pargana : সম্পত্তিগত বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টা! দেগঙ্গায় গ্রেফতার প্রৌঢ় – uttar 24 pargana old man allegedly arrested for beating his brother for land dispute


West Bengal News : সম্পত্তিগত বিবাদের জেরে ভাইকে কোদাল দিয়ে এলোপাথাড়ি কোপ! রক্তারক্তি কাণ্ড উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়। ঘটনায় গ্রেফতার এক বাংলাদেশি প্রৌঢ়। অভিযুক্ত ব্যক্তির নাম মনোহর বিশ্বাস(৫৭)। অভিযুক্তের ভাই গুরুতর জখম অবস্থায় বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

South 24 Pargana : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ, জখম ২ যুবক
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার দেগঙ্গার পারপাটনা এলাকায় ছোট ভাই শিবনাথ বিশ্বাসের বাড়ি বেড়াতে আসেন মনোহর বিশ্বাস(৫৭)। বুধবার তাঁর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা ছিল বলে জানা গিয়েছে। সেই বিরোধ থেকেই আক্রোশের জেরে এরকম কাণ্ড বলেই ধারণা পরিবারের বাকি সদস্যদের।

Saokat Molla : ‘খুনের পরিকল্পনা ছিল…’, ভাঙড়ের ঘটনায় ISF-র বিরুদ্ধে বিস্ফোরক শওকত
অভিযোগ, মঙ্গলবার রাতে আচমকা কোদাল নিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় শিবনাথ বিশ্বাসের গায়ে। পুলিশ সূত্রে খবর, তাঁর মাথায় ও হাতে একাধিকবার কোপ মারা হয়। অভিযোগের তির তাঁর ভাই বাংলাদেশ থেকে আগত মনোহর বিশ্বাসের দিকে। ঘটনায় গুরুতর জখম হন শিবনাথ বিশ্বাস।

South 24 Parganas : গলার নলি কাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার সোনারপুরে, আতঙ্ক এলাকায়
রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় শিবনাথ বিশ্বাস’কে প্রথমে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা অবনতি হওয়ার কারণে তাঁকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় শিবনাথ বিশ্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে দেগঙ্গা থানায় অভিযুক্ত মনোহর বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহত ব‍্যক্তির বৌমা স্বপ্না বিশ্বাস।

Uttar 24 Pargana : বন্ধুকে বাঁচাতে নেমে তলিয়ে গেল পড়ুয়া, মর্মান্তিক দুর্ঘটনা নৈহাটির লিচুবাগান ঘাটে
স্বপ্না বিশ্বাস বলেন, “আমরা তখন রাতে ঘুমোচ্ছিলাম। আমার জ্যাঠাশ্বশুর তখন ঘুমোননি। ওঁনার স্ত্রী রাতে বাথরুম গেলে তখন উনি (অভিযুক্ত) বাথরুমের ধারে রাখা একটা কোদাল নিয়ে এসে আমার জ্যাঠা শ্বশুরমশাইকে বেশ কয়েকবার মারে। মাথা ফেটে যায়।” দোষীর কড়া শাস্তির দাবি করা হয়েছে আক্রান্ত ব্যক্তির পরিবারের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মনোহর বিশ্বাসের বাসস্থান বাংলাদেশের বাসেরহাট জেলায়। বাংলাদেশ থেকে ভারতে এসে সম্পত্তিগত বিবাদে ছোট ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে বাংলাদেশি ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত দাদা মনোহর বিশ্বাসকে এরপর গ্ৰেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ।

ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে বারাসত আদালতে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তিগত বিবাদে ভাইকে মারার চেষ্টা চালায় ওই অভিযুক্ত ব্যাক্তি। আজ বাংলাদেশ চলে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *