West Bengal Government : লিজ-জমি বন্ধকে ফি নেবে সরকার – fee has to be paid for obtain permission from state government to leased land


এই সময়: লিজে নেওয়া সরকারি জমি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখতে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে এ বার থেকে ফি দিতে হবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মূলত শিল্প, আবাসন বা বাণিজ্যিক কাজে দীর্ঘমেয়াদি লিজে নেওয়া সরকারি জমির ক্ষেত্রে এই নীতি চালু হচ্ছে।

এতদিন এমন বন্ধকে সরকারের অনুমতি পেতে ফি দিতে হতো না। এ ছাড়াও রাজ্য সরকারের কাছ থেকে শিল্প বা বাণিজ্যিক কাজে নেওয়া জমি হস্তান্তরেও লাগবে ফি। তবে আবাসন বা বেসরকারি শিল্পতালুকে জমি হস্তান্তরে ফি দিতে হবে না। আয় বাড়াতেই এই সিদ্ধান্ত।

Calcutta High Court : চার বন্দির রহস্যমৃত্যুতে সিআইডিকে তদন্তভার
নবান্নের বক্তব্য, শিল্প, আবাসন বা বাণিজ্যিক ক্ষেত্রে রাজ্য বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি লিজের ভিত্তিতে জমি দেয়। জমি বন্ধক রেখে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে আইনি বাধা নেই। তবে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে হতো

এখন সেই অনুমতি নিতে ফি লাগবে। ফিয়ের পরিমাণ বিষয়েও নবান্ন শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। বাণিজ্যের প্রকৃতি অনুযায়ীই ফি নির্ধারণ হবে। যাঁরা বাসস্থানের জন্যে ছোট মাপের জমি নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে ফি বড় অঙ্কের হবে না। কিন্তু শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ফি আলাদা হবে।

Mamata Banerjee : ঝুট কি বাত! ক্ষুব্ধ মমতা, অভিষেক
এ ছাড়াও বহু বিনিয়োগকারী সরকারি জমি নিয়ে শিল্প করার পর তা হাতবদল করতে চান। এ ক্ষেত্রেও আইনি বাধা না থাকলেও সরকারের কাছে জমির নাম পরিবর্তনের জন্যে আবেদন জানাতে হয়। এ ক্ষেত্রেও রাজ সরকার ফি চালু করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *