‘কালীঘাটের কাকু’র বাড়িতে CBI, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কলকাতায় ম্যারাথন তল্লাশি


প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার চার জায়গায় ম্যারাথন তল্লাশি। বৃহস্পতিবার সকালে পর্ণশ্রীতে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বেসরকারি বি.এড ও ডি.এলএড কলেজ সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’ হিসেবে উল্লেখিত সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। পরে গোপাল দলপতির মুখেও শোনা গিয়েছিল তাঁর নাম। দুর্নীতিকাণ্ডে কী তাঁর যোগসূত্র জানতে মার্চ মাসে সুজয়কৃষ্ণকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এবার সেই তদন্তেই তাঁর বাড়িতে হানা সিবিআইয়ের।নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বারবার কালীঘাটের কাকুর নাম উঠে এসেছে। এই মুহূর্তে পর্ণশ্রীতে সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুজয়কৃষ্ণকে।

Krishna Kalyani: ২৫ ঘণ্টা পার! বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরল আয়কর, এখনও চলছে তল্লাশি
তৃণমূল ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রের শুধু বাড়ি নয়, পর্ণশ্রীতেই অবস্থিত তাঁর একটি ফ্ল্যাট ত্রিবেণী অ্যাপার্টমেন্টেও একইসঙ্গে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। সুজয়কৃষ্ণ ভদ্র সিবিআই আধিকারিকদের সঙ্গে বাড়িতে থাকলেও তাঁর স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে তল্লাশি চালাতে যান আরেকদল আধিকারিক।

Shantanu Banerjee Recruitment Scam: শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার অংশীদারত্বের রিয়েল এস্টেট ব্যবসায় টাকা বিনিয়োগ কালীঘাটের কাকুর!
অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল ও কুন্ডল ঘোষের থেকে চাকরি বিক্রির টাকার একটা বড় অংশ আসত সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। তারপর তাঁর হাত দিয়েই সেই টাকা পৌঁছে যেত কোনও প্রভাবশালীল কাছে বলে অনুমান তদন্তকারীদের। সেই সূত্র খুঁজতেই এদিন সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই বলে খবর।

Recruitment Scam : CBI-র তলব, নিজাম প্যালেসে হাজির ‘কালীঘাটের কাকু’
উল্লেখ্য, হুগলি বলাগড় থেকে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রোমোটারি ব্যবসায় অংশীদারিত্ব রয়েছে সুজয়কৃষ্ণ। শান্তনুকে ইডি গ্রেফতারের পর পাওয়া নথি থেকে উঠে আসে এই তথ্য। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্তের সঙ্গে কালীঘাট কাকু বলে উল্লেখিত এই ব্যক্তির যোগাযোগা তাঁকে দুর্নীতি মামলার অন্যতম চরিত্র করে তুলেছে। বহুদিন ধরেই সিবিআই রাডারে রয়েছেন তিনি।

CBI Raid Primary Recruitment Scam : পার্থ ঘনিষ্ঠদের কাছে সিবিআই, নিউ ব্যারাকপুরে প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি

Kalighat Kaku: ‘সব কেলেঙ্কারিতে যুক্ত’, নিজামে ‘কালীঘাটের কাকু’

প্রসঙ্গত, শুধু সুজয়কৃষ্ণ নয়, একইসঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন OSD সুকান্ত আচার্য, সরশুনা বীরেন রায় রোডে পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায় এবং পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলার ভজা ওরফে পার্থ সরকারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *