বৃহস্পতিবার নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মানিকচক থেকে মোথাবাড়ি যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। যাওয়ার পথে সাততারি এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতেই বেশ কিছু লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ‘নালিশ’ জানাবেন বলে স্লোগান তুলতে থাকেন তাঁরা।
জনসাধারণের বিক্ষোভ দেখে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা কী বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অভিযোগ কী রয়েছে? তা নিয়ে কিছুক্ষণের জন্য আলোচনা করেন।
জানা গিয়েছে, স্থানীয় বিনোদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। বিনোদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আমিন মিঞার নামে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েত প্রধান কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন গ্রামীণ প্রকল্প করে দেওয়ার অছিলায়। তাঁদের মুখ থেকে অভিযোগ শুনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গ্রামবাসীদের মধ্যে থেকে একজন জানান, বিনোদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় গাছ লাগানোর নামে প্রচুর টাকা আত্মসাৎ করা হয়েছে। কোনও গাছ লাগানো হয়নি, সেই টাকা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতে আত্মসাৎ করে নেওয়া হয়েছে বলে দাবি তাঁদের। গ্রাম পঞ্চায়েত প্রধানের পাশাপাশি স্থানীয় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তাঁরা। তবে অভিযুক্ত প্রধানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গ্রাম পরিদর্শন করে এরকম কিছু অভিযোগের কথা শুনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনের সভা থেকেই গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য কয়েকজন পঞ্চায়েত সদস্যকে মঞ্চ থেকেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে সরকারি সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও ব্যবস্থা গ্রহণের কথা জানা যায়নি।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে বিভিন্ন জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দশমতম দিনে এদিন মালদা জেলায় রয়েছেন তিনি। সকালেই মানিকচক এলাকায় একটি জনসভা করেন তিনি। এরপর সেখান থেকে কালিয়াচকে মোথাবাড়ি চৌমাথা মোড়ে একটি জনসভা করতে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেই যাত্রা পথেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।