Bison Attack : বাইসনের হানায় জখন ৫ গ্রামবাসী – five persons injured for bison attack in alipurduar


এই সময়, আলিপুরদুয়ার: সাতসকালে বাইসনের হানা গ্রামে। ভুট্টা খেতে লুকিয়ে থেকে হামলা চালাচ্ছিল বাইসন। তা শুনে বাইসন দেখতে আবার ভিড় করে জনতা। আর ভিড় দেখে খেপে গিয়ে ফের হামলা চালায় বাইসন।

বুধবার সাতসকালে ত্রস্ত হয়ে পড়ে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পাঁচ মাইলের ময়রাডাঙা এলাকা। সব মিলিয়ে বাইসনের হামলায় পাঁচ জন গ্রামবাসী জখম হয়েছেন। সকালে উঠে আচমকাই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে, গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একটি পূর্ণবয়স্ক বাইসন।

Alipurduar News : বনবাসেও ‘মানুষ’ হল না দলমার সেই দামাল!
ওই বাইসনের হানায় জখম হয়েছেন পাঁচ জন গ্রামবাসী, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। থেকে থেকেই একটি ভুট্টা খেতে লুকিয়ে থাকা বাইসনটি স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করছিল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামে বাইসন আসার খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। তাতেই বিপত্তি বেড়ে যায়। বাইসন দেখতে যতবার জনতা ভুট্টা খেতে উঁকি দিয়েছে, ততবারই তেড়ে এসেছে বাইসন।

Tiger : বাঘেদের আনাগোনা বুঝতে উত্তরের অরণ্যে পনেরোশো ক্যামেরা ট্র্যাপ
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। শেষে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে রয়েছেন তিন মহিলা ও এক বৃদ্ধ। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

বাকিদের মধ্যে এক মহিলা ভর্তি রয়েছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে, অন্য এক মহিলা ভর্তি রয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Lightning Accident : একদিনে পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে মৃত্যু ৪, আহত ১
জলদাপাড়া বনবিভাগের ডিএফও দীপক এম বলেন, “জখমদের চিকিৎসার দায়ভার নিয়েছে বন দপ্তর। সম্ভবত জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুল করে বাইসনটি লোকালয়ে ঢুকে পড়েছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *