নতুন করে রাজ্য BJP-র মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে ফাল্গুনী পাত্রকে। যা রীতিমতো রাজ্য স্তরের ও জেলা স্তরের নেতাদের কাছে বড় চমক বলেই মনে করা হচ্ছে। লড়াকু স্বভাবের ফাল্গুনীর ওপর দলের পূর্ণ আস্থা থাকায় মহিলা মোর্চার মতো সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাঁকে।
এর আগে দলের প্রাক্তন রাজ্য সম্পাদিকা হিসাবে কাজ করেছেন ফাল্গুনী পাত্র। মহিলা মোর্চার নতুন সভানেত্রী হয়ে তিনি বলেন, “দলের সংগঠনিক শক্তি বৃদ্ধি করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ের পাশাপাশি এই রাজ্যে দলকে ভালোভাবে প্রতিষ্ঠা করাই আমার একমাত্র লক্ষ্য। দলের সর্বস্তরের নেতারা যে ভরসা আমার ওপর রেখে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করতে সচেষ্ট থাকব। এর জন্য আমি কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের ধন্যবাদ জানাই।”
সেই সঙ্গে তিনি বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ BJP-কে ভোট দিতে মুখিয়ে আছেন। শুধু দরকার স্বচ্ছভাবে ভোট হওয়ার। তাহলেই পঞ্চায়েতের সঙ্গে আগামি নির্বাচনগুলিতে এই স্বৈরাচারী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর পরাজয় ঘটবে।”
তিনি আরও বলেন, “এর আগে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। নতুন এই দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করব।” মহিলা মোর্চার সভানেত্রী হয়েই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী বলে আখ্যা দিয়ে বলেন, “এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাতেও রাজ্যে নারীদের কোনও নিরাপত্তা নেই। আগামি দিনে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
BJP সূত্রের খবর, ফাল্গুনী পাত্র ১৯৯৬ সাল থেকে একনিষ্ঠ BJP কর্মী। ২০০৩ সালের ভোটে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। তারপর অঞ্চল ও জেলার বিভিন্ন দায়িত্ব পান। পরবর্তীতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হন। তাঁর নেতৃত্বেই BJP ব্যারাকপুর লোকসভায় জেতে ২০১৯ সালে। তারপর রাজ্য সম্পাদিকার দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের নবদ্বীপ জোনের ইনচার্জের দায়িত্বও পালন করেন তিনি।