CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই মামলায় এবার অন্য এজলাসের দ্বারস্থ রাজ্য


Recruitment Scam Case পুর নিয়োগ দুর্নীতিতে CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু, এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর সেই মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই মামলার প্রেক্ষিতেই এবার রাজ্যের তরফে পুনর্বিবেচনার আর্জি জানানো হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

সুপ্রিম কোর্ট সিঙ্গল বেঞ্চের নির্দেশে এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল এবং মামলা নতুন বেঞ্চে যাওয়ার পর সেখানে পুনর্বিবেচনার আর্জি জানানো যাবে, জানানো হয়েছিল এমনটাই। এরই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই মামলায় শুনানি হতে পারে সোমবার।

Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২ মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে সরে গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে
অন্যদিকে, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ অর্ডারে সুপ্রিমকোর্টের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি। সেক্ষেত্রে কেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না CBI বা ED? এই মর্মে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেন চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে উঠে এসেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গও। কী ভাবে কোনও বিচারাধীন বিষয় নিয়ে একজন বিচারপতি সাক্ষাৎকার দিতে পারেন? তা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে।

Justice Abhijit Ganguly : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরছে কোন কোন মামলা? স্পষ্ট হবে হাইকোর্টের বিজ্ঞপ্তিতে
এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে জানিয়েছিলেন, “যদি কোনও বিচারাধীন মামলা নিয়ে বিচারপতি সাক্ষাৎকার দিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি সেই মামলায় বিচার করার অধিকার হারিয়েছেন।” নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং ওই দুই মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

Justice Abhijit Ganguly: সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল কোন মামলা?
তাৎপর্যপূর্ণভাবে এই দুই মামলা সরে যাওয়ার পর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ সকলকে মান্য করে চলতে হয় এবং তিনিও করবেন, এমনটাই স্পষ্ট করেছিলেন তিনি।

একইসঙ্গে এই দুই মামলার পাশাপাশি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অন্যান্য মামলাও তাঁর এজলাস থেকে সরে যেতে পারে, এমনটাই জানিয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

Justice Abhijit Gangopadhyay: শীর্ষ আদালতের নথি চাওয়াতে স্থগিতাদেশ, হাইকোর্ট ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফা নিয়েও একাধিক জল্পনা ছড়িয়েছিল। তিনি যাবতীয় জল্পনায় জল ঢেকে কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি পদত্যাগ করছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *