Dilip Ghosh : বন সহায়ক নিয়োগ তদন্তে দফতরের মন্ত্রীকেও আনা উচিত: দিলীপ – the departmental minister should also be brought in to probe the appointment of forest assistants said dilip ghosh


Jhargram News : বন সহায়ক পদে বেআইনি নিয়োগের ক্ষেত্রে দফতরের মন্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক – দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গোপীবল্লভপুরে দলের কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান বিজেপি সাংসদ। রাজ্যে ইতিমধ্যে বন সহায়ক পদে ২ হাজার চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে। এ প্রসঙ্গে নাম না করে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকেও তদন্তের আওতায় এনে জবাবদিহি করার দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Dilip Ghosh : ‘ভোট যত সামনে আসছে এসব নাটক বাড়ছে’, তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ দিলীপের
তাঁর কথায়, “যত চাকরি হয়েছে দু-নম্বরী হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা নেওয়া হয়েছে। প্রত্যেকটির তদন্ত হওয়া উচিত। সব জায়গায় এরকম ঘটনা বেরোবে। বেআইনি ভাবে টাকা নিয়ে কিংবা পার্টির লোককে ঢোকানো হয়েছে। সে সমস্ত তথ্য সামনে আসছে। মন্ত্রীকেও এর মধ্যে আনা উচিত, তাঁকেও এক্ষেত্রে জবাবদিহি করতে হবে”।

Dilip Ghosh : ‘কোটি টাকার তাঁবু লাগাচ্ছেন! আর মানুষের বাড়িতে খাবার নেই’, অভিষেককে তোপ দিলীপের
দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে গোপীবল্লভপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ বলেন, “বন দফতরে যখন নিয়োগ হয়েছিল তখন তিনি (বীরবাহা হাঁসদা) বন প্রতিমন্ত্রী ছিলেন না।” দিলীপবাবুর দাবি হচ্ছে যে বন প্রতিমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে। কিন্তু, উনি একজন সাধারণ কর্মী ছিলেন, কোনও বিধায়ক ছিলেন না, কোনও মন্ত্রী ও ছিলেন না। দিলীপ ঘোষ পুরোপুরি মিথ্যা বলছেন বলে তৃণমূল নেতার।

Dilip Ghosh Sukanya Mondal : ‘পালিয়ে বেড়াচ্ছিলেন…হওয়ারই ছিল’, সুকন্যার গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়োজনে বৃহস্পতিবার বিজেপির নয়াগ্ৰাম বিধানসভার কর্মীদের নিয়ে গোপীবল্লভপুরের একটি বেসরকারি অতিথিশালায় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করে বিজেপি। সেই সম্মেলনে যোগ দিতে এসে দিলীপ ঘোষ একাধিক বিষয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের সমালোচনা করেন।

Dilip Ghosh : ‘দলটাই এখন লোকাল…’, হুগলি থেকে তৃণমূলকে আক্রমণ দিলীপের
এদিন দিলীপ ঘোষ ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে বলেন ,”আমরা জানি তাঁকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তৃণমূলের হার্মাদরা। এটা চাপা দেওয়ার জন্য তদন্ত চাপা দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত ঠিকমতো হয়নি। তাই আমরা কোর্টে গিয়েছি কোর্টের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত হচ্ছে। এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন এসে গিয়েছে। তিনি এসে ওখানকার এসপিকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছেন।” এরপর তদন্তে আসল সত্যি বেরিয়ে আসবে বলে দাবি তাঁর।

Dilip Ghosh Abhishek Banerjee:’২৪-এ লোকসভার পর দেখা যাক পার্টিটা থাকে কিনা…’, অভিষেকের ২৬-এর টার্গেটের পালটা দিলীপ
এদিন, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের গোপীবল্লভপুর ৫ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে নির্মিত একাধিক প্রকল্পের উদ্বোধন করেন দিলীপ ঘোষ। বাগসাই গ্রামের গোপেশ্বর জীউ শিব মন্দিরের নবনির্মিত মুখচালা, মন্দিরের গেট , এবং স্থানীয় একটি হাটচালার উদ্বোধন করেন তিনি । এদিনের উদ্বোধনী কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকা বেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *