Gold Medal In Karate: দুবাইয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় হাওড়ার কিশোরের – howrah boy win gold medal at international karate competition in dubai good news


দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক জয় হাওড়ার কিশোরের। অনন্য কীর্তি হাওড়ার উদয়নারায়নপুরের পেড়ো হরিশপুরের বাসিন্দা দেবস্মিত ঘোষ। গত ৩০ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৮ বছরের বিভাগে এই দারুণ সাফল্য হাওড়ার কিশোরের।উদয়নারায়ণপুরের চালতাখালি রায়গুনাকর ভারতচন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র দেবস্মিত ঘোষ। জানা গিয়েছে, সম্প্রতি দুবাইয়ে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। পৃথিবীর ৩০ টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।ইটিনা ব্ল্যাক বেল্ট ক্যারাটের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেবস্মিত।

North 24 Parganas : জাতীয় স্তরে পাওয়ার লিফটিংয়ে সোনা-ব্রোঞ্জ জয়, নিউ ব্যারাকপুরের রিয়ার সাফল্যের চাবিকাঠি কী?

দেবস্মিতের পরিবার জানিয়েছে, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়েই এই সাফল্য গত ৯ বছর ধরে উদয়নারায়নপুরের পেড়ো সংগঠনী ক্লাবের সিহান জে পি দাসের কাছে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে দেবস্মিত। এর আগে জেলা রাজ্য জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও সে সোনার পদক জিতেছে। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনার পদক জিতল দেবস্মিত। আগামীদিনে এইরকম আরও প্রতিযোগিতায় নামার ইচ্ছা প্রকাশ করেছে দেবস্মিত ঘোষ।

Coronation of Charles III and Camilla : বাংলার মেয়ের পোশাকে সাজবেন ব্রিটিশ রানি, কুইন কনসর্টের নয়া ডিজাইনারকে চেনেন?

অন্যদিকে, শুধু হাওড়া নয়, ক্যারাটেয় যেন বাংলায় সূর্যোদয়। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে সোনা জয় করে বাংলার মুখ উজ্জ্বল করেছে পূর্ব মেদিনীপুরের পাঁচ খুদে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় তাঁদের এমন সাফল্যে খুশি সকলে। ভারত সহ নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাত দিয়ে সোনা জয় পূর্ব মেদিনীপুরে ক্যারাটে প্রতিযোগীদের।

Bratya Basu : পড়ুয়াদের আরও বেশি মাঠমুখো করতে হবে, ক্রীড়া প্রতিযোগিতায় বার্তা শিক্ষামন্ত্রীর

তৃতীয় শ্রেণীর খুদে থেকে অষ্টম-দশম শ্রেণীর পড়ুয়া, ক্যারাটের কিকে তাদের সামনে টিকতে পারেনি বাকি দেশের প্রতিযোগীরা। অনন্য কীর্তি স্থাপনকারী এই প্রতিযোগীরা হলেন। ভগবানপুরের তৃতীয় শ্রেণির ছাত্র অমিত মাইতি, অষ্টম শ্রেণির ছাত্র মৌসুমী গিরি, দশম শ্রেণির পড়ুয়া অর্পিতা দাস, সুপ্রকাশ আচার্য ও পল্লবী ভুঁইয়া। তাঁদের এমন সাফল্যে খুশি পরিবার, এলাকাবাসী সহ প্রশিক্ষণ সংস্থার কর্মকর্তারা। গর্বিত এই সোনার প্রতিযোগীদের কীর্তিতে গর্বিত তাদের স্কুলও।

ISRO Recruitment: বঙ্গ কন্যার অনন্য কীর্তি, বীরভূমের নবম শ্রেণীর পড়ুুয়া ডাক পেলেন ইসরোয়

একই দিনে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের ক্যারাটেয় সাফল্য বাংলার ক্রীড়াজগতে এনেছে খুশির জোয়ার। প্রশিক্ষক সাগর খামরই জানান, ”বিদেশের প্রশিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠার জন্য তাঁদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ এবং প্র্যাকটিসই ম্যাজিকের মতো কাজ করেছে। যার ফলাফল হিসেবে এই সোনা জয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *