Government Jobs 2023 : চাকরি দিতে হন্যে সরকার, হেলদোল নেই কর্মপ্রার্থীদের – ​west bengal health recruitment board has advertised for recruitment but not much response from candidates


পার্থসারথি সেনগুপ্ত
বঙ্গ জীবনের ক্যানভাসে সত্যজিৎ এর জন অরণ্য ছবির নায়ক সোমনাথ কোনো অপরিচিত চরিত্র নয়। সোমনাথ সেই গড়পড়তা বাঙালি যুবকদেরই একজন, যে সাতের দশকে একটা চাকরি পাওয়ার চেষ্টায় ইন্টারভিউ দিতে দিতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছিল। হালে অবশ্য নজরে এসেছে এক উলট পূরাণের। তা হল, মাসমাইনের পাকা চাকরি দেওয়ার জন্যে হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। কিন্তু চাকরি প্রার্থীদের তরফে তেমন সাড়া মিলছে না!

UPSC Recruitment 2023: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে নিয়োগ করছে ইউপিএসসি, জানুন আবেদনের যাবতীয় খুঁটিনাটি
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ২০২০ এর ফেব্রুয়ারিতে তিনশোজন ড্রাইভার নিয়োগে বিজ্ঞাপন দেয়। প্রায় কুড়ি হাজার আবেদন জমা পড়ে। বিশ ফেব্রুয়ারি থেকে চার মার্চের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ফর্মাটে বয়স, পেশাগত যোগ্যতা, জাতি, অভিজ্ঞতা, নাগরিকত্ব ইত্যাদি তথ্য আবেদনের সাথে নথিভূক্ত করতে বলা হয়।

ড্রাইভিং লাইসেন্স থাকা ও অন্তত পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা চাকরির আবশ্যিক শর্ত ছিল। সাধারণভাবে বাছাইয়ের পরীক্ষায় ১০০ নম্বরে মধ্যে যথাক্রমে ৮৫ ও ১৫ নম্বর বরাদ্দ ড্রাইভিং স্কিল ও ইন্টারভিউয়ের জন্য। পরবর্তী পর্যায়ে এই তথ্য সংক্রান্ত যাবতীয় মূল (অরিজিনাল) শংসাপত্রগুলি বোর্ড খতিয়ে দেখবে বলেও বিজ্ঞাপনে জানায়।

CRPF Recruitment 2023: ₹92 হাজার পর্যন্ত বেতন, সাব ইনস্পেক্টর পদে চাকরির সুযোগ সিআরপিএফে
চাকরি হলে মাসমাইনে প্রায় ২৬ হাজার টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের সমতুল বেতনক্রমের এই চাকরিতে চাকরিতে অবসরের পর মিলবে পেনশনও। যদিও, ২০২০ সালে অতিমারি, লক ডাউনের কারণে পিছিয়ে যায় নিয়োগ। সম্প্রতি আবার কাজ শুরু করেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

গত এক মাসে সংবাদ পত্রে ও বিভাগীয় ওয়েব সাইটে তিন-তিনবার বিজ্ঞপ্তি জারি করে আবেদনকারীদের প্রয়োজনীয় শংসাপত্রগুলি ‘আপলোড’ করতে বলা হয়েছে। কিন্তু তিন তিন বার নোটিশ দেওয়ার পরও এখন নথি জমা দিয়েছেন সাকুল্যে পাঁচশ জন! মোট আবেদনকারীদের আড়াই শতাংশ। মাথায় হাত স্বাস্থ্য কর্তাদের। প্রশ্ন উঠেছে, এত কম সাড়া কেন।

WBPSC Recruitment 2023: বেতন ₹1 লাখের বেশি, ইন্টারভিউ পাশেই চাকরির সেরা সুযোগ দিচ্ছে পিএসসি
এক আধিকারিকের কথায়, “তাহলে কি সরকারি নিয়োগে চাকরি প্রার্থীদের কোনো মাথাব্যথাই নেই।” যদিও হাল ছাড়ছেন না বোর্ডের কর্তারা। কর্মসংস্থানকে পাখির চোখ করেছেন তাঁরা। তাই এবার আবেদনকারিদের জনে জনে ই মেইল ও এস এম এস করে শংসাপত্র জমা দেওয়ার জন্যে ‘আবেদন’ জানানো হবে বলেই জানিয়েছেন হেলথ রিক্রুটমে্নট বোর্ডের সেক্রেটারি প্রভাষ উকিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *