Hooghly News : লক্ষ্য সমাজ সচেতনতামূলক প্রচার, পায়ে হেঁটে হুগলি থেকে দার্জিলিং যাত্রা শিক্ষকের – khanakul teacher travelling to darjeeling by foot for social awareness good news


West Bengal News : মানুষের সুস্থ থাকা এবং ভালো থাকার বার্তা নিয়ে এবার খানাকুল থেকে পায়ে হেঁটে দার্জিলিং যাত্রা করলেন এক শিক্ষক। হুগলির খানাকুলের মাঝপুর প্রাথমিক স্কুলের শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় বরাবরই বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে সচেতন করেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি একজন সমাজ সেবকও বটে। এবার তিনি পায়ে হেঁটে খানাকুল থেকে দার্জিলিঙ যাচ্ছেন।

তাঁর মূল বার্তাগুলি হল ‘বাল্যবিবাহ বন্ধ করুন’, ‘শিশু নির্যাতন বন্ধ করুন’, ‘গাছ লাগান পৃথিবী বাঁচান’, ‘গাড়ি সাবধানে চালান, জীবন বাঁচান’। তাঁর মতে প্রতিটি মানুষেরই স্বাচ্ছন্দে বেঁচে থাকার অধিকার থাকে। কিন্তু বাড়ির লোক জোর করে অনেক সময় বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেন। আর তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই ছোট ছোট মেয়েগুলি।

Hooghly News : মেরুদণ্ডের সমস্যা কেড়ে নিয়েছে ক্রিকেট-যোগাসন ফিরিয়েছে জীবন, অবাক করবে কৃষ্ণার কাহিনী
আবার শিশু নির্যাতনের ফলে বাচ্চারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অপরদিকে দিনের পর দিন মানুষ নিজের ক্ষতি নিজেই করে চলেছে। গাছ কেটে অট্টালিকা বানাচ্ছে, কলকারখানা বানাচ্ছে। উলটে সেভাবে গাছ লাগানো হচ্ছে না। যার ফলে সমগ্র পৃথিবী বিপর্যস্ত।

অন্যদিকে সাধারণ জীবন অতিবাহিত করতে গেলে রাস্তাঘাটে বেরোতেই হয়। অনেক সময় বেপরোয়া গাড়ি চালানোর ফলে নিজে এবং অন্যকে দুর্ঘটনার মুখে পড়তে হয়। তাই সমাজসেবক শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় মানবতাকে ব্রত করে খানাকুলে রামমোহনের জন্ম ভিটে থেকে পায়ে হেঁটে পাড়ি দিলেন দার্জিলিং

Uttar 24 Parganas : লক্ষ্য ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত এবং পরিবেশ রক্ষা, স্কেটিং করে ঢাকা যাত্রা ২ যুবকের
তাঁর এই যাত্রায় উপস্থিত থেকে শুভ কামনা জানালেন এলাকার মানুষজন। এছাড়াও তাঁকে মাল্যদান করে শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবী এবং লেখক সাংবাদিক দেবাশীষ শেঠ। সব মিলিয়ে তাঁর এই মানব কল্যানের কাজকে সাধুবাদ জানান এলাকার বহু বিশিষ্ট নাগরিক ও সাধারণ মানুষ।

শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, “খুবই ভালো লাগছে যে আমার এই যাত্রা শুরুর দিনে সবাই এসে আমার পাশে দাঁড়িয়েছেন। সকলের কাছে আমার অনুরোধ, যেভাবে আজ এসে পাশে দাঁড়ালেন, ঠিক সেভাবেই বাল্যবিবাহের বিরুদ্ধে, শিশু নির্যাতনের বিরুদ্ধে, গাছ কাটার বিরুদ্ধে আওয়াজ তুলুন, জনমত গড়ে তুলুন। পৃথিবীর বুকে এগুলি এক একটি ব্যাধি। সবাই মিলে যদি এই ব্যাধিগুলির বিরুদ্ধে লড়াই করা যায়, তাহলে ছোট ছোট মেয়ে, শিশুদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়, মানবজাতি বেঁচে যায়।”

Krishnanagar Municipality : কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মামলা দায়ের BJP নেতার
দেবাশীষবাবু আরও বলেন, “এগুলি কোনও একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লড়াই নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের লড়াই। যেদিন এটি গোটা মানব সমাজ বুঝতে পারবে, সেদিন এই বিশ্ব আরও সুন্দর হয়ে উঠবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *