Produced by Elina Dutta | Lipi | Updated: 4 May 2023, 9:06 am
এখনও অব্যাহত ম্যারাথন তল্লাশি। বিধায়ককে কোথায় নিয়ে গেলেন অফিসাররা?
২৫ ঘণ্টারও বেশি সময় পার। এখনও অব্যাহত আয়কর দফতরের তল্লাশি। রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী এখনও আয়কর দফতরের নজরদারি। জানা গিয়েছে, এদিন সকালে বিধায়ককে ভোর চারটে নাগাদ বাড়ি থেকে বার করে নিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। মুহূর্তে শোরগোল পড়ে যায় সমর্থকদের মধ্যে। বিধায়ককে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়?জানা গিয়েছে, এদিন ভোর চারটের কিছু পরে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন বিধায়ক। তাঁকে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা যান তাঁর সুদর্শনপুরে রয়্যাাল এনফিল্ডের শোরুমে। সেখানেও কৃষ্ণ কল্যাণীর একটি অফিস রয়েছে। সেই অফিসেও কাল থেকে চলছে তল্লাশি। অনুমান, সেখানে কোনও আলমারি বা কোনও সিন্দুক খুলতে খোদ বিধায়ককে প্রয়োজন। বুধবার সকাল আটটা থেকে সেখানও চলছে তল্লাশি। তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়কর রির্টানে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন..
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ