Mamata Banerjee : ‘গুলি কে চালাল…তদন্ত হওয়া উচিত!’ কালিয়াগঞ্জে BJP-কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ কর্তাদের ধমক মমতার – mamata banerjee scolds police officers over kaliyaganj bjp worker death issue


Malda News : গুলিটা কে চালাল? কালিয়াগঞ্জে নিহত বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় জেলার পুলিশ কর্তাদের ধমকের সুরে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তদন্ত হওয়া উচিত বলেও নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার মালদা ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee : মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক শেষে যোগ দেবেন অভিষেকের নবজোয়ারেও
কালিয়াগঞ্জে এক নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনা এবং পরবর্তীকালে থানায় অগ্নিসংযোগের ঘটনায় তল্লাশি চালানোর সময় এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে জেলা প্রশাসনিক বৈঠকে সরব হলেন মুখ্যমন্ত্রী। দুই ঘটনা নিয়ে সাঁড়াশি চাপ দিতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল। বিষয়টি নিয়ে এদিন বিরক্তি প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee On Hate Speech : ঘৃণা ভাষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে পুলিশকে বার্তা মমতার
এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, “গুলিটা কে চালাল? আমি তো শুনেছি ওই গ্রামটা বিএসএফ কন্ট্রোল করে। ইস ইট এ ফ্যাক্ট?” পুলিশ কর্তাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” ওই গ্রামটা কি বিএসএফ সুপারভাইজ করে? আমি জিজ্ঞাসা করছি, কারণ এটার একটা তদন্ত হওয়া উচিত।” মুখ্যমন্ত্রীর কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যান পুলিশ কর্তারা। পরে জানান, ওই গ্রামটি সীমানা এলাকায় রয়েছে।

পাশাপাশি, কালিয়াগঞ্জের নাবালিকা মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “ওই ঘটনায় পোস্টমর্টেম রিপোর্টটা মানুষকে জানাতে এত দেরি হল কেন ?” সঙ্গে সঙ্গে কী হয়েছে জনগণকে জানিয়ে দিলে মিডিয়া এই ধরনের ট্রায়াল করার সুযোগ পেত না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee on Cyclone Mocha : ‘একটা ঝড় আসছে…’, মোকা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
এমনকি, কালিয়াগঞ্জের ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে কোনও ওসি কেন পৌঁছননি, তা নিয়েও ধমক দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। ঘটনাস্থলে দুটি কনস্টেবলকে পাঠিয়ে দেওয়া হল, ওসি গেলেন না। তিনি বলেন, “কিছু কিছু আইসি আমি দেখছি ইদানিং একটু ল্যাথারজেটিক হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জের ঘটনায় কেন ওসি যাননি ? কনস্টেবল গিয়ে দু ঘণ্টা ধরে আবার বসে আছেন। একটি ডেডবডি যখন তুমি দেখতে পাচ্ছো, তখন সঙ্গে সঙ্গে আইসি যাবে। সম্মানের সঙ্গে বডিটাকে নিয়ে আসবে।”

Mamata Banerjee : ‘ভোটার লিস্টে দয়া করে নাম তুলুন নইলে…’, মালদা থেকে আশঙ্কার কথা শোনালেন মমতা
তবে, কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশকে মারধর এবং থানায় অগ্নিসংযোগের ঘটনারও তীব্র নিন্দা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই সব ক্ষেত্রে খুব দ্রুত পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে বার্তা তাঁর। এমনকি মৃতদেহ ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসার ঘটনারও সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত, এর আগে নবান্ন থেকেও কালিয়াগঞ্জের ঘটনায় নির্যাতিতার মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে আসায় ঘটনার জন্য পুলিশকে ভর্ৎসনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *