Mamata Banerjee Arijit Singh: অরিজিতে মুগ্ধ মমতা, গায়কের স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর – mamata banerjee praised arijit singh for his dream to make a hospital


জিয়াগঞ্জের মাটির ছেলের স্বপ্নপূরণে এবার উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিৎ সিংয়ের গেরুয়া গান নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিরোধী দলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল গেরুয়া গেয়েই তৃণমূলের চক্ষুশূল হয়েছিলেন গেরুয়া গায়ক। সময় এগোতেই সেই অভিযোগ যে জল্পনা তা প্রমাণ করে দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।মালদার প্রশাসনিক বৈঠক থেকে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ‘কেশরিয়া’ গায়কের প্রশ্ংসা। একইসঙ্গে তাঁর স্বপ্নপূরণে সহায়তা করার জন্য প্রশাসনকে নির্দেশও দেন। এর আগে মুখ্যমন্ত্রী অরিজিৎ সিংকে ‘মা মাটির মানুষের লোক। মাটিতে চলার লোক’ বলে উল্লেখ করেছিলেন।

Mamata Banerjee : ‘তুমি কিছু বলবে না’, প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়ককে থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”ও মাটির মানুষ, গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি। জঙ্গিপুরে ও একটা হাসপাতাল তৈরি করতে চায়। অরিজিৎকে সব রকম যেন সাহায্য করা হয়। প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।”

Mamata Banerjee : ‘পায়ের জুতো মাথায় তুলতে নেই…’, মমতার নিশানায় শুভেন্দু?

এর আগে জানুয়ারি মাসেও সাগরদিঘির প্রশাসনিক বৈঠক থেকেও অরিজিৎ সিংকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন। মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। জিয়াগঞ্জের বাসিন্দা বরাবর মাটির কাছাকাছি থাকা পছন্দ করেন। সাধারণ মানুষের জন্য একটি স্কুল ও জঙ্গিপুরে একটি হাসপাতাল গড়ার পরিকল্পনা করেছেন। তার জন্য নিজেই জোগাড় করছেন ফান্ড। গায়কের এর এই ইচ্ছে শুনে খুশি হন মুখ্যমন্ত্রীও। সবরকম সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee : ‘আমার মৃত্যুর পরে ওঁরা…’, মমতার মন্তব্যে তীব্র শোরগোল

এদিনের সভা থেকে বিধায়ক ইদ্রিস আলিকে তিরস্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক কথা বলতে উঠলে তাঁকে মাঝপথে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তাঁর কথা শুনবেন না বলে জানিয়ে দেন। তাতেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। এর আগে বিধানসভা অধিবেশন কক্ষেও ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মাসখানেক আগে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির কিছু মন্তব্য নিয়ে বেজায় অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। তার জেরেই এই ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee : মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *