এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”ও মাটির মানুষ, গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি। জঙ্গিপুরে ও একটা হাসপাতাল তৈরি করতে চায়। অরিজিৎকে সব রকম যেন সাহায্য করা হয়। প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।”
এর আগে জানুয়ারি মাসেও সাগরদিঘির প্রশাসনিক বৈঠক থেকেও অরিজিৎ সিংকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন। মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। জিয়াগঞ্জের বাসিন্দা বরাবর মাটির কাছাকাছি থাকা পছন্দ করেন। সাধারণ মানুষের জন্য একটি স্কুল ও জঙ্গিপুরে একটি হাসপাতাল গড়ার পরিকল্পনা করেছেন। তার জন্য নিজেই জোগাড় করছেন ফান্ড। গায়কের এর এই ইচ্ছে শুনে খুশি হন মুখ্যমন্ত্রীও। সবরকম সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিনের সভা থেকে বিধায়ক ইদ্রিস আলিকে তিরস্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক কথা বলতে উঠলে তাঁকে মাঝপথে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তাঁর কথা শুনবেন না বলে জানিয়ে দেন। তাতেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। এর আগে বিধানসভা অধিবেশন কক্ষেও ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, মাসখানেক আগে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির কিছু মন্তব্য নিয়ে বেজায় অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। তার জেরেই এই ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
Mamata Banerjee : মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়