বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তপ্ত ময়না। গত সোমবার ময়নার বাকচার গোড়ামালের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করা হয়। পরে উদ্ধার হয় তার দেহ। উত্তপ্ত হয়ে ওঠে ময়না। মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ-অশান্তির পর ১২ ঘণ্টা ময়না বনধ পালন করা হয়। বিজেপির পক্ষ থেকে ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বুধবার রাতে মিলন ভৌমিক, যার নাম ২৬ নম্বরে রয়েছে অভিযোগের তালিকায় তাকে গ্রেফতার করা হয়। ময়না বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম কেউ গ্রেফতার হলেন।
বিজেপির পক্ষ থেকে বিজয়কৃষ্ণবাবুর ময়না তদন্ত কেন্দ্রীয় হাসপাতালে করার আবেদন জানানো হয় হাইকোর্টে। সেই আবেদন শুনে, সত্য যাচাইয়ের পর আদালত দ্বিতীয় বার ময়না তদন্ত করার নির্দেশ দিয়েছে । তবে রাজ্য সরকারও অনুমতি দিয়েছে। বুধবার রাতে পরিবারের হাতে দেহ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে মতো ময়না তদন্তের রিপোর্ট ময়না থানায় জমা করতে হবে।
জানা গিয়েছে, মিলন ভৌমিক গোড়ামাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু সঠিক তদন্তের দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই প্রতিবাদ মিছিলের আগে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ময়নায় নতুন করে যাতে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।