Paschim Medinipur : জলের ট্যাঙ্কের মাথায় যুবক, নামিয়ে আনতেই দমকলকর্মীকে সটান প্রণাম! কারণ জানেন – fire brigade recover paschim medinipur youth from top of water tank


জলের ট্যাঙ্কে উঠে পড়েন এক যুবক। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানা এলাকায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে জলের ট্যাঙ্ক থেকে নামানো সম্ভব হয়েছে। দমকলকর্মীরা বুঝিয়ে ওই যুবককে ট্যাঙ্ক থেকে নামাতে সক্ষম হন।ট্যাঙ্ক থেনে নামার পর দমকলের এক কর্মীর পায়ে হাতে দিয়ে প্রণাম করেন ওই যুবক। কারণ ট্যাঙ্ক থেকে নামার সময় ওই দমকলকর্মীর পায়ে পা লেগে যায় যুবকের। এই ঘটনা সেখানে উপস্থিত সকলে তাজ্জব হয়ে যান। তাঁর শ্যালক না আসলে অবধি তিনি কোথাও যাবেন না বলে মাটিতে বসে পড়েন ওই যুবক। পরে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Bankura News : রেলের হাই টেনশন খুঁটির উপরে উঠলেন যুবক! নামাতে হিমশিম আরপিএফের
স্থানীয় সূত্রে খবর, একদিন আগে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের শেখপুরা পোল্ট্রি পুকুর পাড়ে একটি জলের ট্যাঙ্কে উঠে যান ওই যুবক। আত্মহত্যা করার জন্যই ওই যুবক ট্যাঙ্কে উঠেছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ভিকি পাওয়ার। স্টেশন রোড সংলগ্ন ভূঁইয়া পাড়াতে বাড়ি।

জলের ট্যাঙ্ক থেকে ওই যুবককে ঝুলে পড়তে দেখেন স্থানীয়রা। যুবককে ট্যাঙ্ক থেকে ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও বন দফতরের কর্মীরা তাকে নামানোর চেষ্টা করেও পারেননি। শেষমেশ দমকল কর্মীদের খবর দেওয়া হয়। পুলিশ ও দমকলের চেষ্টা তাঁকে সেখান থেকে নামিয়ে আনা হয়।

Jharkhali Case : বাবার ভয় দেখিয়ে গৃহবধূর সঙ্গে যৌন সম্পর্ক! ধৃত তৃণমূল কর্মীর ছেলে
তৃণমূলের যুব শহর সভাপতি আবির আগরওয়াল বলেন, ‘ভিকি এই শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্ত্রী কয়েকদিন আগে বিষ খেয়ে নিয়েছিল বলে জানা যায়। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে মারা গিয়েছে।’

Firhad Hakim : ২৪ ঘণ্টা জল সরবরাহ এ বার কালীঘাটে: ফিরহাদ
ওই তৃণমূল নেতা আরও বলেন, ‘আজ বেলা ১১টা নাগাদ জলে ট্যাঙ্কে ওঠে ভিকি। আত্মহত্যা করার চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানতে পারি। দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁকে শেষমেশ উদ্ধার করা হয়েছে।’ ওই যুবককে উদ্ধারের জন্য দমকল কর্মীদের বাহবা দিচ্ছেন স্থানীয়রা। দমকল দফতরের সাব অফিসার অমল বসাক বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম। কিন্তু ওই যুবক কিছুতেই নিচে নামতে চাইছিল না। শেষেমেশ দেড় ঘণ্টা পর তাঁকে জলের ট্যাঙ্ক থেকে নামানো সম্ভব হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *