Recruitment Scam: বন সহায়ক পদে নিয়োগে অনিয়ম! মুখ খুললেন রাজ্যের তৎকালীন মন্ত্রী – bana sahayak recruitment scam the then forest minister rajib banerjee opens mouth


শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। চাকরি বাতিল, মাইনে ফেরত, নেতা-মন্ত্রী গ্রেফতার সব মিলিয়ে জল গড়িয়েছে অনেক দূর। এরই মধ্যে অনিয়মের অভিযোগে বন সহায়কের পদে নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।

ঠিক কী জানিয়েছে আদালত

বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী দু মাসের মধ্যে নিয়ম মেনে নতুন ভাবে ইন্টারভিউ করতে হবে। সেই তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। তবে এখনই চাকরি বাতিলের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়নি। আদালতের নির্দেশে, নিয়ম মোতাবেক নতুন নিয়োগের পর, যাঁরা যোগ্যদের তালিকায় ঠাঁই পাবেন তাঁদের চাকরি থাকবে। বাকিদের চাকরি বাতিল হতে পারে।

Abhijit Gangopadhyay: ‘অভিজিৎ গাঙ্গুলিকে ফেরত চাই’, বিক্ষােভে স্বর-বদল কুণালের

Recruitment Scam CBI Raid: ‘কালীঘাটের কাকু’র বাড়িতে CBI, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কলকাতায় ম্যারাথন তল্লাশি

বন সহায়ক নিয়োগ

২০২০ সালের সেপ্টেম্বর-অক্টেবর মাসে বন সহায়ক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হয়। দু’হাজার শূন্যপদ ছিল সে সময়। বন সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিস অষ্টম শ্রেণি পাশ। চুক্তির ভিত্তিতে নিয়োগে মাসিক ভাতা ঠিক ১০হাজার টাকা। নিয়োগ হয়। সহায়করা মূলত ফরেস্ট গার্ডদের মতোই বনসুরক্ষার কাজ করবেন।

Justice Abhijit Ganguly : মন্ত্রীকন্যার ‘চাকরি নট’ থেকে একের পর এক নিয়োগ বাতিল, কী কী উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
তাতে কয়েক লাখ আবেদন জমা পড়েছিল। বন দফতর সূত্রে খবর, এই আবেদন করেছিলেন বহু পিএইচডি, এমএ, এমএসসি, বি-টেক করা যুবকরা। রাজ্যের বিভিন্ন বনাঞ্চল ও সেখানে থাকা বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বহু কর্মী প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরেই বন দফতরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। ফলে সেই সময় বন সহায়ক পদে প্রায় দু’হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন বনকর্তারাও। তবে বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ তুলেছিল, কিছু লোককে সুবিধা পাইয়ে দিতে বেআইনিভাবে এই নিয়োগ হচ্ছে। মেসেজ করে চাকরির খবর জানানো হয়েছিল। সেই সময় রাজ্যের বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Prabir Koyal Tapas Saha : নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে তলব CBI-এর

কী বলছেন রাজ্যের তৎকালীন মন্ত্রী?

রাজীবের সঙ্গে ফোনে এই সময় ডিজিটালের পক্ষে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অর্ডার কপি এখনও হাতে পাইনি, পড়েও দেখিনি। আইনজীবীর মারফৎ বিষয়টি শুনেছি। ফলে তা নিয়ে এখনই কিছু বলতে পারব না। মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে তা অবশ্যই মানতে হবে।’

Justice Abhijit Ganguly : ‘ডু ইট নাও পদ্ধতিতে বিচার করেন…’, জাস্টিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য শুভেন্দুর
উল্লেখ্য, শাসকদলের উপর অভিমান করে BJP-তে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ান। হারেন পরে আবার তিনি দলে তৃণমূলে ফিরে আসেন। তাৎপর্যপূর্ণভাবে রাজীবের সময় কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *