Recruitment Scam : মূল সুবিধাভোগীদের কেন গ্রেফতার করা হয়নি? আদালতে প্রশ্নের মুখে CBI – cbi faces questions in calcutta high court on bail hearing of abdul khalek


শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় নিম্ন আদালতের পর কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে সিবিআই। যে বা যাঁরা এই মামলার সুবিধাভোগী তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা, সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারী গ্রেপ্তার হয়েছে কি না, নাম না করে সেই নিয়ে সিবিআইয়ের কৈফিয়ত চাইল কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টে এই মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল খালেকের জামিনের আবেদনের শুনানি ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাপর শুনানি হয়। সেখানে জামিনের আবেদনের শুনানি চলাকালীন আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই।

Recruitment Scam : OMR নষ্ট হলে কারচুপির প্রমাণ কী ভাবে: শীর্ষ আদালত
এই মামলায় যেহেতু জালিয়াতির ধারা যুক্ত হয়েছে, সেই কারণে সিঙ্গল বেঞ্চ থেকে এটি ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে আদালত। তবে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্নের মুখে অস্বস্তি বাড়ে সিবিআই আধিকারিকদের। শুনানি চলকালীন সিবিআইয়েরে উদ্দেশে একাধিক প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির প্রশ্ন, সিবিআই এতদিন তদন্ত করছে, তাহলে মূল সুবিধা ভোগীদের এখনও অবধি কেন গ্রেফতার করা হয়নি?

ধৃত অভিযুক্তর থেকে কী কী নথি পাওয়া গিয়েছে এবং এই তদন্ত শেষ হতে কতদিন সময় লাগবে, সিবিআইয়ের কাছে তাও জানতে চান বিচারপতি। এমনকী চার্জশিটে কেন ধৃতের নাম নেই, আদালতের সেই প্রশ্নের মুখেও পড়েন সিবিআই আধিকারিকরা।

Justice Abhijit Ganguly: বহুচর্চিত টিভি সাক্ষাৎকারে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কী কী বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
জামিনের আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। জামিনের বিরোধিতা করার কারণে আদালত সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করে, যে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দেওয়ার কথা বলে সিবিআই কি এভাবে কাউকে আটকে রাখার আবেদন করতে পারে?

অন্যদিকে ধৃতের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আব্দুল খালেকের নাম এফআইআর বা চার্জশিটে নেই। তাসত্ত্বেও তাঁকে ৭৬ দিন ধরে জেলে আটকে রাখা হয়েছে। ধৃতের আইনজীবীর দাবি, তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক। মূল ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই।

Amartya Sen Visva Bharati University : অমর্ত্য সেনের স্বস্তি! বিশ্বভারতীর নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিক ভুয়ো নিয়োগপত্র পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার আব্দুল খালেকের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই হাতের লেখার সঙ্গে নিয়োগপত্রে সই থাকার হাতের লেখার মিল রয়েছে বলেই জানা গিয়েছে। এসএসসির একাদশ ও দ্বাদশের নিয়োগ সংক্রান্ত মামলাতে আব্দুল খালেককে আদালতে পেশ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই মামলায় আব্দুল খালেককে গ্রেফতার করে সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *