স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে ২১ নম্বর ওয়ার্ডের মাখলা এলাকায় একটি রঙের দোকান ও গোডাউনের তালা ভেঙে চুরি হয়। ল্যাপটপ,নগদ টাকা নিয়ে যায় পালিয়ে যায় চোর। পাশেই একটি মুদিখানা দোকানের চাল খুলে ভিতরে ঢুকেও চুরি করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। খবর দেওয়া হয় থানায়।
আজ সকালে খবর পেয়ে তদন্তে আসে উত্তরপাড়া থানার পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা রোধে পুলিশ প্রশাসনের তৎপরতা নেই। পুলিশি টহলদারি টিম সক্রিয় করার কোনও ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার বলা হয়েছে থানায়, কিন্তু কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে এখন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকেই আরও বেশি করে সজাগ থাকতে হবে বলে জানান স্থানীয়রা।
দিন কুড়ি আগে হিন্দমোটর তেঁতুলতলা এলাকায় এক বৃদ্ধার কান ছিঁড়ে দূল নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য আগের তুলনায় বেড়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চুরি ছিনতাই এ জেরবার উত্তরপাড়াবাসী।
বিষয়টি নিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন তাঁরা। পুলিশি টহলদারির ব্যবস্থা না করলে আগামী দিনে এই ঘটনা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানা, এক সময় উত্তরপাড়া থানা এলাকায় ৪২ টি পুলিশি টহলদারি টিম সক্রিয় ছিল। বর্তমানে দু তিনটি আরজি টিমকে কাজে লাগানো হচ্ছে বলে জানান উত্তরপাড়া থানা আরজি পার্টির সম্পাদক অঙ্কন সেনগুপ্ত। প্রসঙ্গত, গত অক্টোবর মাস নাগাদ ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে পর পর চুরির ঘটনা ঘটে শেষ কিছু মাসে ১৭টি চুরি হয়েছে উত্তরপাড়ায়।
উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই একইসঙ্গে উত্তরপাড়ার ছ’টি বাড়িতে চুরি হয়। চোরের উপদ্রব কমাতে এবং উত্তরপাড়া এই ধরনের ঘটনা কমাতে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উত্তরপাড়া থানায় এসে দীর্ঘক্ষন থনার আই সি পার্থ শিকদার ও পুলিশ কর্মিদের সঙ্গে বৈঠক করেন।