Kolkata Metro Changes Timings on Saturday and Sunday


সাময়িকভাবে বদলে যাচ্ছে মেট্রোর আংশিক সময়সূচি। শনিবার থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রোর সময়ে এই পরিবর্তন করা হচ্ছে বলে জানাচ্ছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, আগামী ৬ থেকে ১১ জুন পর্যন্ত প্রতি শনি এবং রবিবার করে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো শুরু হবে সকাল ১০টায়। যাত্রীদের বিভ্রান্তি দূর করতে আগামী পাঁচ সপ্তাহের উইকএন্ডের নির্ঘণ্ট প্রকাশ করল মেট্রো।

Garia Ruby Metro Inaguration : গড়িয়া-রুবি রুটের উদ্বোধনের সম্ভাব্য সময় প্রকাশ্যে, উদ্বোধনে কলকাতায় মোদী?

শনি ও রবিবার কোন কোন সময় মিলবে মেট্রো?

জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে লাইন মেরামতির জন্য মেট্রোর সূচিতে পরিবর্তন করা হচ্ছে। এই কারণেই আগামী ৬ মে থেকে ১১ জুন পর্যন্ত প্রত্যেক শনি এবং রবিবার সূচি পরিবর্তন করা হচ্ছে। কবি সুভাষ থেকে আগামী পাঁচটি উইকএন্ডে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো শুরু হবে সকাল ১০টায়। শনি এবং রবিবার আগের সময় অনুযায়ী দক্ষিণেশ্বর এবং দমদম থেকে মেট্রো পরিষেবা শুরু হলেও তা সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার পর্যন্তই সীমিত থাকবে। অর্থাৎ যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রা করতে চাইলে, তা এই ১০ দিন ১০টার আগে সম্ভব নয়।

New Town Monorail : নিউটাউনে মনোরেল! মেট্রোর পর গতি বাড়িয়ে আর‌ও স্মার্ট কলকাতা

কোন কোন দিন মেট্রোর সময় পরিবর্তন?

মেট্রো কর্তৃপক্ষ একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছে, ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার কবি সুভাষ থেকে সকাল ১০টায় মেট্রো পরিষেবা শুরু হবে। মে মাসের ৭, ১৪, ২১, ২৮ এবং জুনের ৪ তারিখ অর্থাৎ প্রত্যেক রবিবারও কবি সুভাষ থেকে পরিষেবা শুরু হবে সকাল ১০টায়।

Howrah Puri Vande Bharat: মাত্র একদিনেই ঘুরে আসুন পুরী থেকে, রকেটের স্পিডে কামাল বন্দে ভারতের
এছাড়াও আগামী ২৮ মে এবং ১১ জুন এই দুই রবিবার দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেই পরিষেবা সকাল ৯টার পরিবর্তে শুরু হবে সকাল ১০টায়। তবে সোম থেকে শুক্র মেট্রোসূচিতে কোনও বদল হচ্ছে না।

সোশাল মিডিয়ায় কোনও গুজবে কান দিতে বারণ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো জানিয়েছে, স্তম্ভ সংক্রান্ত কিছু নয়, লাইনের মেরামতি মেট্রোর রুটিনের মধ্যেই পড়ছে। তাই এই সময়সূচিতে পরিবর্তন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *