Property Tax : নয়া ব্যবস্থায় নাম লেখাননি! নোটিস যাবে বাড়িতে – kolkata municipality send notice to taxpayers who have not yet registered area assessment system


এই সময়: সম্পত্তি কর আদায়ের জন্য ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বা এলাকাভিত্তিক করবিন্যাস ব্যবস্থায় এখনও যাঁরা নাম তোলেননি, সেই করদাতাদের কড়া বার্তা দিয়ে নোটিস পাঠাতে চলেছে কলকাতা পুরসভা। নোটিসে জানানো হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে নয়া ব্যবস্থায় নাম নথিভুক্ত না করলে মোট সম্পত্তি করের উপর ৩০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি নয়া পদ্ধতিতেই কর মূল্যায়ন করবে পুরসভা।

সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের এক কর্তা বলেন, “বারবার অনুরোধের পরেও বাসিন্দাদের থেকে সহযোগিতা মিলছে না। ফলে, কঠোর হওয়া ছাড়া কোনও উপায় নেই।”

Kolkata Municipal Corporation : পুরসভায় ই-ফাইলিং এপ্রিলেই
সম্পত্তি কর দেওয়ার নতুন পদ্ধতিতে নাম নথিভুক্ত করতে একটি ফর্মপূরণ করতে হয়। যা অনলাইনে যেমন জমা করা যায়, তেমনই বরো অফিস বা কেন্দ্রীয় কার্যালয়েও জমা হয়। তবে, তাতে সে ভাবে সাড়া মিলছে না। সে কারণেই কঠোর হওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই বলে দাবি পুরসভার।

এক পুরকর্তা জানান, করোনার সময়ে আয় তলানিতেও পৌঁছলেও খরচ বেড়েছে অনেকটাই। সঞ্চিত অর্থও তেমন নেই। তাই নয়া পদ্ধতিতে সম্পত্তি কর আদায় খুবই জরুরি। ২০১৭-য় ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালু করে পুরসভা। লক্ষ্য ছিল, আয় বাড়ানো।

পুরসভা সূত্রে খবর, ২০১৭-র এপ্রিল থেকে ২০২৩-এর ৩০ এপ্রিল পর্যন্ত নয়া পদ্ধতির আওতায় নাম নথিভুক্ত করেছেন মাত্র ৩০ শতাংশ সম্পত্তি করদাতা। ফলে, সম্পত্তি কর থেকে যে বাড়তি অর্থ আদায়ের কথা ছিল, বাস্তবে তা হচ্ছে না। যে সমস্ত বাসিন্দা এখনও নয়া পদ্ধতিতে কর দেওয়ার জন্য নাম নথিভুক্ত করাননি, তাঁদের বাড়িতে নোটিস পাঠিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হবে—এমনটাই ঠিক হয়েছে।

Kolkata Municipality : পুরকর্মীদের সম্পত্তির হিসেব জমা অনলাইনে
ওই নোটিসে জানানো হবে, ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট ওই সময়ের মধ্যে না করিয়ে থাকলে পুরসভা নিজে থেকেই নতুন পদ্ধতিতে পুরকরের বিল পাঠাবে।

কর-চিত্র
শহরে মোট সম্পত্তি করদাতা ৮ লক্ষ
উত্তর ও দক্ষিণ মিলিয়ে সংখ্যাটা ৪ লক্ষ ১০ হাজার
সংযুক্ত কলকাতায় সম্পত্তি করদাতা ৩ লক্ষ ৩০ হাজার
নতুন পদ্ধতির আওতায় এসেছেন ২ লক্ষ ৮০ হাজার
নয়া হারে সর্বোচ্চ কর বাড়বে ২০ শতাংশ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *