Alipurduar News : আলিপুরদুয়ারে বন দফতরের পৃথক অভিযানে উদ্ধার লাখ লাখ টাকার চোরাই কাঠ, ধৃত ২ – in a separate operation of the forest department in alipurduar stolen wood worth lakhs of rupees is recovered


West Bengal News : ডুয়ার্সের চা বাগানগুলি এখন কাঠ পাচারকারীদের মাধ‍্যম হয়ে উঠেছে। চা বাগানে গাছ কেটে লুকিয়ে রাখছে পাচারকারীরা এবং সেখান থেকে অন‍্যত্র পাচার হচ্ছে, এমন অভিযোগ উঠছিল অনেকদিন ধরেই। এবার চা বাগানের ভিতর থেকে শনিবার ১ লাখ টাকারও বেশি মূল্যের মূল‍্যবান সেগুন কাঠ উদ্ধার করল বন দফতর।

Red Sandalwood Smuggling : আলিপুরদুয়ারে উদ্ধার লাখ লাখ টাকার লাল চন্দন কাঠ, ধৃত ৫
শনিবার সকালে চিঞ্চুলা চা বাগানের ভিতর থেকে ৩৫ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করেন বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। এদিন বনকর্মীদের কাছে খবর আসে চোরাকারবারীরা চা বাগানের ভিতরে কাঠ লুকিয়ে রেখেছে। বনকর্মীরা খবর পাওয়া মাত্রই চিঞ্চুলা চা বাগানে অভিযান চালিয়ে চা বাগানের ভিতর থেকে কাঠগুলি উদ্ধার করে উদ্ধারকৃত কাঠ পানা রেঞ্জে নিয়ে আসেন। ওপরদিকে গোপন অভিযানে এক লাখ টাকা মূল্যের চোরাই শাল কাঠ উদ্ধার করল বন দফতর। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

Timber Smuggling : কাঠ পাচার রুখতে গিয়ে চক্ষু চড়কগাছ! বনের মধ্যে ‘গ্রিন করিডর’-ও তৈরি চক্রের
জানা যায়, শনিবার সকালে গোপন সূত্রের খবরে আলিপুরদুয়ার ১ নং ব্লকের পাটকাপাড়া এবং বঞ্চুকামারী এলাকায় অভিযান চালান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। জানা যায় বন দফতরের দমনপুর ওয়েস্ট রেঞ্জ, দমনপুর মোবাইল স্কোয়াড ও গরমবিটের বনকর্মীরা যৌথভাবে এই অভিযান চালান।

Cooch Behar News: চোরাই কাঠ উদ্ধার করতে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত বন দফতরের কর্মীরা
এদিন ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পাটকাপাড়া এলাকায় একটি চোরাই শাল কাঠ বোঝাই পিক আপ ভ্যানের পিছু ধাওয়া করে আটক করেন বনকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। এদিকে আলিপুরদুয়ার বঞ্চুকামারী এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই একটি মারুতি ভ্যান ও একটি সাইকেল আটক করে বনকর্মীরা।

Jalpaiguri News : পাচারের আগেই ভেস্তে গেল ছক! কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার জলপাইগুড়িতে
ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতারও করে বন দফতর। জানা যায় উদ্ধার হওয়া চোরাই শাল কাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে মামলা রুজু করে তাঁদের আদালতে পেশ করে বন দফতর। আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জেলা থেকে পরপর এভাবে চোরাই কাঠ উদ্ধার হওয়ায় চিন্তা বেড়েছে বন দফতরের আধিকারিকদের। বন দফতরের এক আধিকারিক এই বিষয়ে জানান, “আলিপুরদুয়ার জেলা ও এখানকার চা বাগানগুলিকে চোরাকারবারিরা করিডর হিসেবে ব্যবহার করছে এই খবর আমাদের কাছে আছে। লাগাতার অভিযান চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের সঙ্গেই এই বিষয়ে ক্রমাগত তথ্য আদানপ্রদান করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই চোরাকারবারিদের গ্রেফতার করা হচ্ছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *