Bolpur News: কোথায় কবীর সুমন-পরমব্রত-শুভাপ্রসন্নরা! বোলপুরে টোটোয় ঘুরছে বুদ্ধিজীবীদের ‘নিখোঁজ’ পোস্টার – one bolpur toto driver name sukesh chakraborty give a missing poster of bengali intellectuals


এই মুহূর্তে বোলপুরেই রয়েছেন শুভাপ্রসন্ন থেকে শুরু করে গৌতম ঘোষরা। কিন্তু, তাঁরা বীরভূমে থাকাকালীন তাঁদের নিখোঁজ পোস্টার ঘুরছে টোটোর পিছনে! শুধু তাঁরাই নয়, এই ‘নিখোঁজ তালিকা’-য় রয়েছে কবীর সুমন, পরমব্রত, শ্রীজাত, অপর্ণা সেনের নামও।

এই টোটোর চালক সুকেশ চক্রবর্তী দাবি করেছেন, বুদ্ধিজীবীদের একাংশ যে বোলপুরে রয়েছেন সেই বিষয়ে তাঁর কোনও ধারনা ছিল না। ঘটনাটি নিছকই কাকতালীয়!

Amartya Sen : প্রতীচীর সামনে শুরু বিক্ষোভ সমাবেশ, মঞ্চে হাজির শুভাপ্রসন্ন সহ বুদ্ধিজীবীরা
নোবেলজয়ী অর্থনীতীবিদ অমর্ত্য সেনকে ১৩ ডেসিমেল জমি ছাড়ার জন্য ৬ মে পর্যন্ত সময় দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নিম্ন আদালতে শুনানির দিনের আগে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে এদিনই অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে চলেছেন রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ।

জানা গিয়েছে, সেখানে উপস্থিত রয়েছেন শুভাপ্রসন্ন, প্রসূন ভৌমিক থেকে শুরু করে একাধিক বাউল শিল্পী। সেক্ষেত্রে কেন এই শিল্পী-বুদ্ধিজীবীদের ছবির নীচে ‘নিখোঁজ’ লেখা হয়েছে? কেন তা ঘুরছে টোটোয়?

Amartya Sen Land Grab Issue : ‘জবরদখল’ আটকাতে প্রতীচির সামনে অবস্থান বিক্ষোভ বুদ্ধিজীবীদের, শোরগোল বিশ্বভারতী চত্বরে
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওই টোটোর মালিক সুকেশ বলেন, “শান্তিনিকেতনে বুদ্ধিজীবীদের আসার কথা তা জানতাম না। আগে রাজ্যে কোনও অন্যায় হলে রাজপথে মোমবাতি মিছল করতে দেখা যেত এই বুদ্ধিজীবীদের। কিন্তু, বগটুইয়ের ঘটনা, যোগ্য চাকরি প্রার্থীদের ধরনামঞ্চ, কালিয়াগঞ্জকাণ্ড, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু, এই বুদ্ধিজীবীদের কোনও ‘খোঁজ’ পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়ে গেলেন তাঁরা? কেন তাঁরা পথে নামছেন না!”

Amartya Sen Visva Bharati University : অমর্ত্য সেনের স্বস্তি! বিশ্বভারতীর নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
তিনি আরও জানান, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাঁর প্রতিবাদের ভাষা হয় টোটোর পেছনে সাঁটানো ব্যানার। সম্প্রতি সময়ে একের পর এক ঘটনার প্রেক্ষিতে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকেশ। তাঁর কথায়, “যাঁরা একসময় প্রতিবাদ করতেন তাঁদের কেন এই ঘটনাগুলির প্রেক্ষিতে রাস্তায় দেখা যাচ্ছে না! বিষয়টি উপর জোর দেওয়ার জন্য আমি এই ব্যানার লাগিয়েছি টোটোর পেছনে।”

পথচলতি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এই ব্যানার। তাঁরা যাতায়াতের পথে বিষয়টি দেখছেন। বোলপুরের রাস্তায় এই টোটো নিয়েই ঘুরে বেড়াচ্ছেন সুকেশ।

Amartya Sen Visva Bharati: ‘যক্ষপুরী’ শান্তিনিকেতনে ‘রক্তকরবী’, অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে গৌতম হালদার সহ বিদ্বজ্জনেরা
উল্লেখ্য, বোলপুরের বিক্ষোভ সমাবেশে শনিবার যোগদান করতে পারেন কবীর সুমন। জমি বিতর্ককে ইতিমধ্যেই আদাসতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি বুদ্ধিজীবীরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *