Cyclone Mocha Digha : প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে মোকা! ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় বিশেষ ব্যবস্থা – cyclone mocha update purba midnapore district authority is planning a mock drill today in digha also


ফের নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভবনা। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকার গতিপথ এখনও নির্দিষ্ট নয়। কিন্তু, ইয়াস, আমফানের ভয়াবহ স্মৃতি এখনও তাজা। কার্যত তছনছ হয়ে গিয়েছিল দিঘা। তাই আগে থেকে প্রস্তুত থাকতে চাইছে জেলা প্রশাসন। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলার বিশেষ মহড়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

আমফান, ইয়াসের ফলে দিঘা, তাজপুর, মন্দারমণি,খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিল। পাশাপাশি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মোকা ঠিক কোথায় আছড়ে পড়বে, বাংলায় এর ঠিক কী প্রভাব পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, যদি কোনও ঘূর্ণিঝড় আসে সেক্ষেত্রে যাতে মোকাবিলার জন্য প্রস্তুত থাকে প্রশাসন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

Digha Cyclone Alert: সাগরে ফুঁসছে মোকা! সপ্তাহান্তে দিঘা যাওয়া কি নিরাপদ হবে?
ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়লে কী কী পদক্ষেপ করতে হবে তা আগে থেকে জানানোর জন্য জেলার ব্লকে ব্লকে বিশেষ মহড়া করা হবে শনিবার। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, বছরের বিভিন্ন সময় ঘূর্ণিঝড় মোকাবিলার মহড়া হয়ে থাকে। ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার সম্ভবনার কথা শোনা যাচ্ছে। কিন্তু, মানুষজনের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘূর্ণিঝড় এলে সাধারণ মানুষ,প্রশাসনের করণীয় প্রসঙ্গে ব্লকে ব্লকে মহড়ার ব্যবস্থা করা হচ্ছে।

Cyclone Mocha : মোচা না মোকা! নয়া ঘূর্ণিঝড়ের আসল নাম কী?
তিনি আরও জানান, মক ড্রিলে সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি তাও ঝালিয়ে নেওয়া হবে। পাশাপাশি গাছ কাটার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলি আরও একবার ঝালিয়ে নেওয়া হবে।

সম্প্রতি পর পর ঘূর্ণিঝড়ে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। সেই সময় ফের একবার দিঘাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। ফের একবার সেজে উঠেছে সৈকত। পর্যটকদের আনাগোনা বাড়ছে। বাড়ছে ব্যবসা। ছন্দে ফিরছিল দিঘা।

Mocha Cyclone Live : ঘূর্ণিঝড়ের আগেই ফের বাংলার তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি! বড় আপডেট হাওয়া অফিসের
কিন্তু, ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে চিন্তায় পড়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে প্রশাসন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভা থেকে জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথদেবের মন্দির। আর সেই মন্দিরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে ঘূর্ণিঝড় এলেও মন্দিরের কোনও ক্ষতি হবে না।

উল্লেখ্য, সপ্তাহান্তে দিঘায় স্বাভাবিকভাবেই পর্যটকদের চাপ থাকে। সেক্ষেত্রে চলতি সপ্তাহে দিঘা যাওয়া কতটা সুরক্ষিত? প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনও তাদের কাছে কোনও নির্দিষ্ট নির্দেশিকা এসে পৌঁছয়নি। তারা নির্দেশিকা মোতাবেক কাজ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *