Dilip Ghosh : ‘বাঁচার কোনও রাস্তা নেই…’, বাঁকুড়া থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলীপের – dilip ghosh attacks opposition party from bankura meeting


Bankura News : “মোদীর পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়ম হবে। বাকি শেষে মমতার হবে”, ঠিক এই ভাষাতেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, “আমরা সমাজের সঙ্গে আছি। যারা পিছনে লাগবে আজ হোক বা কাল, হয় ভগবান না হলে CBI নিয়ে যাবে”।

Dilip Ghosh : ‘হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন! এরপর বাসে…’, মুখ্যমন্ত্রীর রেলযাত্রা নিয়ে কটাক্ষ দিলীপের
‘বাঁচার কোনও রাস্তা নেই’ বলেই তিনি হুঁশিয়ারি দেন। এদিন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসকদল তৃণমূলকেও আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, “একটা সময় জঙ্গলমহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন। এখন তার চেয়েও ‘ভয়ঙ্কর তৃণমূল’।

Dilip Ghosh : ‘ভোট যত সামনে আসছে এসব নাটক বাড়ছে’, তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ দিলীপের
এখানকার মানুষ ওই সব শিং ওয়ালা, নখ ওয়ালা, দাঁত ওয়ালাদের সঙ্গে লড়াই করে টিকে আছে, আর এরা কোথাকার কে, এরা তো চোর ডাকাত!”। একই সঙ্গে নিজেদেরকে ‘তৃণমূল খেদাও পার্টি’ নামে অভিহিত করে তার কি ওষুধ জানা আছে বলেও দাবি করেন।

Dilip Ghosh Abhishek Banerjee:’২৪-এ লোকসভার পর দেখা যাক পার্টিটা থাকে কিনা…’, অভিষেকের ২৬-এর টার্গেটের পালটা দিলীপ
এর সঙ্গে দিলীপ বলেন, “যারা এত বছর ধরে দেশের সম্পদ লুঠ করেছে, তাঁরা সবাই একে একে তিহাড়ে গিয়েছে। লাইনে আরও রয়েছে, অনেকেই যাবে। নিয়ে ওখানে গিয়ে সব একসঙ্গে বসে ‘বিরোধী ঐক্য মঞ্চ’ তৈরি করবে। তাতে যদি ওদের কিছু লাভ হয়”।

Dilip Ghosh : ‘দলটাই এখন লোকাল…’, হুগলি থেকে তৃণমূলকে আক্রমণ দিলীপের
এদিন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অমর্ত্য সেন ও বিশ্বভারতী দ্বৈরথ নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, “বাংলার গৌরব বলা হয়, কীসের গৌরব আমি তো বুঝতে পারছি না। ওনার মতো বিখ্যাত মানুষের এই ধরনের কার্যকলাপ শোভা পায় না। এখানে জমি ছেড়ে দিলেও তো সমস্যা মিটে যায়”।

Dilip Ghosh : বন সহায়ক নিয়োগ তদন্তে দফতরের মন্ত্রীকেও আনা উচিত: দিলীপ
‘গোরু পাচার’ মামলা প্রসঙ্গে BSF যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “নেতা মন্ত্রী পুলিশ বা BSF আধিকারিক, যেই যুক্ত থাক শাস্তি পেতেই হবে”। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার’ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বলেন, “উনি এখন অমিত শাহ, নরেন্দ্র মোদীদের নকল করছেন।

এসব করে কোনও লাভ হবে না”। এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাংসদ দিলীপ ঘোষ বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় পৌঁছান। সেখানেই দলের নেতা কর্মীদের সঙ্গে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *