Durgapur News : মেলেনি বকেয়া বেতন, দুর্গাপুরে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের – workers protested by closing the gates of the factory in durgapur demanding unpaid wages


West Bengal News : বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা এলাকার সুপার আইরন ফাউন্ডারি লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার নাম। নিত্যদিন এই কারখানায় লেগেই থাকে শ্রমিক বিক্ষোভ। কখনও এলাকায় দূষণ ছড়ানোর জন্য কারখানা বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, আবার কখনও এলাকার বেকার যুবকরা এই কারখানায় কাজ থেকে বঞ্চিত বহিরাগতরা কাজ পাচ্ছেন, এই দাবিতে কারখানায় বিক্ষোভ হয়। শনিবার সকাল থেকেই কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট কারখানারই প্রায় ৩০০ জন ঠিকা শ্রমিক।

International Labour Day : বিনা নোটিশে ছাঁটাই! বিশ্ব শ্রমিক দিবসে কারখানার সামনে বিক্ষোভ কর্মীদের
এক ঠিকা শ্রমিক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই কারখানাই কর্মরত। শ্রম আইন মোতাবেক ৮ ঘণ্টার বদলে ১২ ঘন্টা খাটতে হয় তাদের। অথচ কারখানায় কাজ করার জন্য নেই কোনওরকম সুরক্ষার ব্যবস্থা”। বিক্ষোভরত ঠিকা শ্রমিক লালটু গড়াই ও বিমল লাহারা জানান, “কারখানায় যে ধরনের কাজ হয় তাতে থাকে জীবনের ঝুঁকি।

Hooghly News : অভাব-অনটনে মরছে শ্রমিকরা, অবিলম্বে গোন্দলপাড়া জুট মিল খোলার দাবিতে মিছিল চন্দননগরে
অথচ নেই কোনও সুরক্ষার সরঞ্জাম, কর্তৃপক্ষ সরবরাহ করেনি সঠিক জুতো, নেই সুরক্ষা টুপি। এভাবেই জীবনের ঝুঁকি নিয়েই পেট চালাবার জন্যই আমাদের কাজ করা। অথচ সারা মাস পরিশ্রম করার পর নির্দিষ্ট সময়ে মিলছে না বকেয়া বেতন”। ঠিকা শ্রমিকরা অভিযোগ করেন, কখনও দু’মাস কাজ করার পর মেলে এক মাসের বকেয়া বেতন।

Dakshin 24 Pargana : ইকো পার্কের কাজ করে মেলেনি টাকা! মজুরির দাবিতে বিক্ষোভ শ্রমিকদের
আবার বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক বেতন দেওয়ার সময় পালিয়ে যায় ঠিকাদার। ঠিকা শ্রমিকদের বেতন দেওয়ার সময়ই সুযোগ বুঝে পালায় ঠিকাদার, এমনটাই অভিযোগ বিক্ষোভরত ঠিকা শ্রমিকদের। যেহেতু ঠিকাদারের দায়িত্বে কাজ করেন শ্রমিকরা তাই তাদের বেতন দেওয়ার দায়িত্ব ঠিকাদারেরই। সুতরাং কারখানা কোনও নাক গলায় না তাদের সমস্যা সমাধানে।

Hooghly News : মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগে শ্রমিক বিক্ষোভ চুঁচুড়ায়, কী জানাল পুরসভা?
তাই শনিবার সকাল থেকেই কারখানার গেট বন্ধ করে নিজেরা কাজে না গিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন ঠিকা শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। যদিও এই ব্যাপারে সংশ্লিষ্ট কারখানার জেনারেল ম্যানেজার সুদীপ্ত মজুমদার জানান, “ঠিকাদার পালিয়েছে একথা সত্য। তবে শ্রমিকরা তাদের বকেয়া পাওনা অবশ্যই পাবেন”।

ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। পুলিশ, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারপর বিক্ষোভ তুলে নেন ঠিকা শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে ঠিকা শ্রমিকদের সমস্ত সমস্যার সমাধান করবেন এই আশ্বাস দিলেই বিক্ষোভ ওঠে। অন্যদিকে, বিক্ষোভরত ঠিকা শ্রমিক বিমল লাহা বলেন, “১৫ দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান না হলে পুনরায় আমরা কারখানার গেট বন্ধ করে আরও বড় আন্দোলনে নামব”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *