Fake Recruitment : বেসরকারি শিক্ষা অ্যাপে চাকরির প্রতারণা, ধৃত ২ – fraud in the recruitment of teachers in private educational institutions by opening a facebook page


সরকারি স্তরে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। একে একে ধরা পড়ছেন অনেকেই। এ বার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়েও জালিয়াতির ঘটনা সামনে এলে। সর্বভারতীয় একটি শিক্ষা বিষয়ক অ্যাপের নামে ফেসবুক পেজ খুলে ওই সংস্থায় অঙ্কের শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তা দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেন।

Recruitment Scam : অযোগ্যদের খুঁজতে আবার নথি যাচাই
একজন ফেসবুকের মাধ্যমে কাজের জন্য যোগাযোগও করেন। এর পর চাকরিপ্রার্থীর কাছে ফোন আসে। তাঁকে বলা হয়, আপনার যোগ্যতা রয়েছে, চাকরি পাকা। তবে কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। টোপ দিতেই ওই ব্যক্তি নথিপত্রের সঙ্গে ৬৯ হাজার টাকা ধাপে ধাপে দেন প্রতিষ্ঠানের কর্তাকে। কিন্তু তার পরে আর কাজ পাননি তিনি।

Recruitment Scam : কুন্তল-শান্তনুর ‘হুগলি’-তে নজর! নথিসমেত পর্ষদ আধিকারিকদের নিজামে তলব CBI-র
পরে জানতে পারেন, সর্বভারতীয় ওই সংস্থার নামে তৈরি প্রতারণার ফাঁদে পড়েছিলেন। এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতেরা হলেন সৌগত সাহা এবং শ্রেয়সী চক্রবর্তী। বৃহস্পতিবার সৌগতকে জগদ্দল থেকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াপাড়া এলাকা থেকে জালে পড়েছে শ্রেয়সী।

Bankura News : রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ! বাঁকুড়ায় ধৃত ‘ভুয়ো’ CBI অফিসার
লালবাজার সূত্রের খবর, অভিযোগকারীর কাছ থেকে একটি ই-মেল আইডি পান তদন্তকারীরা। তা খতিয়ে দেখে দু’টি মোবাইল নম্বরেরও হদিশ মেলে। এর পর গোয়েন্দারা জানতে পারেন, এর নেপথ্যে রয়েছেন সৌগত এবং শ্রেয়সী। তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট হুবহু নকল করে বহু শিক্ষকদের ফাঁদে ফেলার চেষ্টা করতেন। এখনও পর্যন্ত কতজনকে প্রতারিত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এ দিন আদালতে পেশ করা হলে ১৮ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *