Howrah News : ভিখারি সেজে গৃহস্থ বাড়িতে চুরির চেষ্টা! কোলের বাচ্চা সমেত হাতেনাতে ধৃত দম্পত্তি – two thieves disguised as beggar tries to enter house in howrah police arrested them


বাড়িতে অহরহ ভিখারি ভিক্ষে চাইতে আসেন। ভিখারি বেশে চুরি করতে আসার ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। হাওড়া জেলাতে এমনই একটি ঘটনা ঘটেছে। ভিখারি সেজে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দু’জন। শনিবার হাওড়া জেলা চামরাইলে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ লিলুয়া থানার অন্তর্গত চামরাইলে এই ঘটনাটি ঘটে। চাইমরাইলের মণ্ডলপাড়া এলাকার এক বাড়িতে চুরির উদ্দেশে হানা দেয় দুজন। কোলে শিশু নিয়ে এক মহিলা তাঁর পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে মিঠ খাঁ নামে এক ব্যক্তির বাড়িতে ভিক্ষের নাম করে ঢোকে।

Murshidabad News : ‘পবিত্র পানি’! মুর্শিদাবাদে ৬ মাসের শিশুকে ব্রিজ থেকে গঙ্গার জলে ফেলল মা
এই ঘটনার সময় পরিবারের লোকজন বাড়ির দোতলায় ঘুমোচ্ছিলেন। নীচের দুটি ঘরে ছিটকানি আটকে বাড়ির মহিলারা ছাদে কাপড় শুকাতে যান। হঠাৎ এক শিশুকে কোলে নিয়ে ওই মহিলা এবং পুরুষ তার পুরুষ সঙ্গী ভিক্ষা চাওয়ার আছিলায় ঘরে ঢুকে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরে ঢুকে আলমারি খুলে ও বিছানার তোষক তুলে তাঁরা তল্লাশি চালাতে থাকে। এই সময় হঠাৎ বাড়ির এক মহিলা হঠাৎ করে ঘরে আসেন। অপরিচিতদের ঘর তল্লাশি করতে দেখে তিনি প্রথমে হতভম্ব হয়ে যান। পরে চিৎকার করতে থাকেন।

Nadia News : প্রেমের সালিশি করতে গিয়ে বেকায়দায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, হইচই শান্তিপুরে
মহিলার চিৎকার শুনে পরিবারের লোকের কিছুক্ষণের মধ্যে ঘরে জড়ো হয়ে যান। মহিলা ও তাঁর পুরুষ সঙ্গীকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। আশেপাশের এলাকা বাসিন্দারা চিৎকার শুনে সেখানে জড়ো হন। সঙ্গে সঙ্গে জগদীশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। শিশু সমেত তিনজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ওই মহিলা এবং তার পুরুষ সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Jharkhali Case : বাবার ভয় দেখিয়ে গৃহবধূর সঙ্গে যৌন সম্পর্ক! ধৃত তৃণমূল কর্মীর ছেলে
ওই পরিবার ইতিমধ্যেই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর, পুলিশ আধিকারিকরা জানিয়েছেন আটক দুজন বানজারা। এরা মূলত রাজস্থানের আদিবাসী। বেশ কিছুদিন ধরে তারা হাওড়ায় থাকছিল বলেই জানিয়েছে পুলিশ। চুরি করতে তারা ওই বাড়িতে ঢুকে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কোনও বড় চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *