Malda TMC : অভিষেকের মালদা ছাড়ার একদিন হতে না হতেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে! পথ অবরোধ করে বিক্ষোভ কর্মীদের – malda tmc workers showed protest by blocking road


West Bengal News : তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা ছাড়ার পর আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। শুক্রবার মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহের বিরুদ্ধে কাজি গ্রামে পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা। পালটা আজ ঠিক একই জায়গায় পথ অবরোধ করলেন প্রতিভা সিংহের অনুগামীরা। যদিও দলীয় নেতৃত্ব জানিয়েছে, দল বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে তৃণমূল। এদিকে এই ঘটনাটিকে কটাক্ষ করেছে BJP।

Abhishek Banerjee : ফের বিশৃঙ্খলা অভিষেকের নবজোয়ারে, মালদায় বিক্ষোভ কর্মীদের একাংশের
জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম ৪৬ নম্বর বুথ সভাপতি তাহির মহলদার ভোট দিতে পারেননি অভিষেকের নব জোয়ার কর্মসূচিতে গিয়ে। ভোটার লিস্ট থেকে তাঁর নাম কাটা হয়েছিল। এই নিয়ে কাজি গ্রামে পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা।

Abhishek Banerjee : ‘এলাকার সমস্যা স্থানীয় নেতৃত্বকেই মেটাতে হবে’, মালদা ছাড়ার আগে কড়া নির্দেশ অভিষেকের
অভিযোগ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ইংরেজবাজার ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রতিভা সিংহ টাকার বিনিময়ে কমিটি গঠন করেছে এবং সে ক্ষেত্রে তাহির মহলদারের নামও কেটে দেওয়া হয়েছিল। আজ পালটা ঠিক একই জায়গায় পথ অবরোধ করলেন প্রতিভা সিংহের অনুগামী তৃণমূল কর্মীরা।

Abhishek Banerjee : প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিষেকের কনভয় আটকে তুমুল বিক্ষোভ
তাঁদের দাবি, এর আগে যারা কমিটিতে ছিল তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এবার স্বচ্ছ কমিটি হয়েছে। এদিকে BJP নেতা গৌড় চন্দ্র মণ্ডল বলেন, “অভিষেকের জন জোয়ার কর্মসূচি নয়। এটা জন বিচ্ছিন্ন কর্মসূচি। তাই আগামীদিনে তৃণমূল কংগ্রেস ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়বে। মানুষ ওদের বিদায়ের রাস্তা দেখিয়ে দেবেন।

Abhishek Banerjee : অভিষেক বেরিয়ে যেতেই ভোটদান পর্ব ঘিরে বিশৃঙ্খলা রায়গঞ্জে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
আসলে তৃণমূল বুঝে গিয়েছে যে মানুষের মন থেকে ওরা মুছে যাচ্ছে আস্তে আস্তে। তাই এসব ভুলভাল কর্মসূচি করে কাড়ি কাড়ি টাকা খরচ করে প্রচারে থাকতে চাইছে”। যদিও মালদা জেলার তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানান, “যে সব তৃণমূল কর্মীরা এই সব কাজ করছেন, তাঁরা দলের ক্ষতি করছেন না।

Abhishek Banerjee : গলা কেটে নিলেও…দিল্লির কাছে মাথা নত করব না: অভিষেক
নিজের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছেন। বেশি বাড়াবাড়ি করলে দল এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দু’বারও ভাববে না। সবার এটা মনে রাখা উচিৎ, ব্যক্তির আগে দল, সবার আগে দল”। মালদায় দলীয় বৈঠকে নেতৃত্বকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee : ‘ভোটার লিস্টে দয়া করে নাম তুলুন নইলে…’, মালদা থেকে আশঙ্কার কথা শোনালেন মমতা
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা ছাড়ার পরেই প্রকট হতে শুরু করেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই বিষয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা নেতৃত্ব। তবে তৃণমূল জেলা নেতৃত্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব কতটা সামাল দিতে পারেন এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *