Nabanna Help Line Number : মণিপুর থেকে উদ্ধারের জন্য বড় ঘোষণা মমতার, হেলপ লাইন নম্বর চালু নবান্নের – mamata banerjee announced helpline number for those who stuck in manipur


চার দিন পার। এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। সেখানে ইতিমধ্যেই ৩৫৫ ধারা জারি করেছে কেন্দ্র। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গিয়েছে কেন্দ্র হাতে। বিশেষ পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণ করতে ‘দেখা মাত্রই গুলি’ করার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইম্ফলে যারা আটকে রয়েছেন তাঁদের উদ্ধারে সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “মণিপুর থেকে যে সমস্ত বার্তা পাচ্ছি তা নিয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছি। আমি মণিপুরের বাসিন্দাদের সুরক্ষা নিয়ে চিন্তিত। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দা যাঁরা এই মুহূর্তে মণিপুরে আটকে পড়েছেন তাঁদের নিয়েও চিন্তায় রয়েছি। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দায়বদ্ধ। তাই মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে উদ্যোগী বাংলা।”

Manipur Violence: অগ্নিগর্ভ মণিপুরের আইন-শৃঙ্খলা হাতে নিল কেন্দ্র, উদ্বেগপ্রকাশ মমতার
মুখ্য সচিবকে পুরো বিষয়টির দিকে নজরদারি চালানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন তিনি।

কোনও সাহায্যের জন্য নবান্নের তরফে দেওয়া হয়েছে দুটি হেলপ লাইন নম্বরও। এই দুই নম্বর হল 033-22143526, 033-22535185। উল্লেখ্য, মণিপুরের পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছিলেন, এই সময় রাজনীতির সময় নয়। নির্বাচন হোক বা রাজনীতি তা অপেক্ষা করতে পারে। এই মুহূর্তে প্রাথমিক কর্তব্য মণিপুরকে রক্ষা করা। একইসঙ্গে মণিপুরে শান্তি ফেরানোর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করেছিলেন।

Manipur Violence News : মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফেরার পথে আক্রান্ত BJP বিধায়ক, অগ্নিগর্ভ মণিপুর
এরই মধ্যে নবান্নের হেলপলাইন নম্বর চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, এই সময় রাজনীতির জন্য নয়, এই বার্তা আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই আরও এক পদক্ষেপ নিয়েছেন তিনি।
উল্লেখ্য, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট সাসপেন্ড করার নির্দেশও দেওয়া হয়েছে।

Meghalaya News : মণিপুরের অশান্তির আঁচ এবার মেঘালয়ে! কুকি- মেইটি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে গ্রেফতার ১৬
ঠিক কী কারণে অশান্ত মণিপুর?
সেখানে মেইটি সম্প্রদায় নিজেদের ST তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে। মণিপুর হাইকোর্ট বিষয়টি নিয়ে রাজ্যকে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছিল। কিন্তু, এর বিরোধিতা করে অপর এক গোষ্ঠী। বিক্ষোভ দেখাতে রাস্তায় নামে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর। এরপরেই অশান্ত হয়ে ওঠে মণিপুর। দফায় দফায় উতপ্ত হয়েছে পরিস্থিতি। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *